header banner

বিতর্কের মধ্যে দিয়েই শুরু বিশ্বভারতীর সমাবর্তন, ছাত্রছাত্রীদের প্রবেশ বাতিল নিয়েও বিতর্ক

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবীন্দ্রনাথ ঠাকুরের পবিত্র কর্মভূমি শান্তিনিকেতনে এসে পৌঁছান। আসার পর থেকে একের পর এক কর্মসূচি মধ্য দিয়ে শুরু হয় এবছরের সমাবর্তন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন চিহ্ন হয়ে উঠে দাঁড়াচ্ছে ২০২১ ও ২০২২ সালের সমাবর্তন ২০২৩ সালে পালিত করা হচ্ছে। কিন্তু বেশ কিছু ছাত্র-ছাত্রীদের  প্রবেশ বাতিল করে রাখা হয়েছে এই সমাবর্তন থেকে। সকালে প্রাক্তন ছাত্র ছাত্রীদের ব্যাগ ও মোবাইল নিয়ে ভিতর ঢুকতে দেয় না বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। সেই কারনে গেটের বাইরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, যাদের জন্য সমাবর্তন তারাই কি প্রবেশ করতে পারবে না? তারাই গুরুত্বপূর্ন নয়? প্রশ্ন তোলেন ছাত্রছাত্রীরা। যদিও পরে তাদের আই-কার্ড বা পরিচয় পত্র দেখে ঢুকতে দেওয়া হয় বলে সূত্রের খবর।

{link}
এর পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই আশ্রম বিশ্বভারতী ইউনিভার্সিটি যেখানে ব্রম্ভ দীক্ষায় দীক্ষিত সেখানে দেখা গিয়েছে বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা কে মা তারার ছবি উপহারে দিতে যেখানে গুরুদেবের এই আশ্রমে কোনরকম মূর্তি বা কোনরকম চিত্র পূজিত করা হয় না। সেই বিষয়টি নিয়েও প্রতিবাদ করেছেন পড়ুয়ারা। পাশাপাশি আরও জানা গিয়েছে গুরুদেবের কোন ছবি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে দেওয়া হয়নি। আর সেই নিয়ে শুরু হয়েছে নানান বিতর্কমূলক পোস্টার। এই সব কিছুর মধ্যে দিয়েই শুক্রবার সকালে শুরু হল ২০২১ ও ২০২২ সালের সমাবর্তন। রাজনৈতিক বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতীর।
{ads}

news Biswabharati Convocation West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Latest Article