header banner

হাওড়ার শরৎ সদন প্রাঙ্গনে বৃহস্পতিবার উদ্বোধিত দেশের প্রথম থ্রিডি তারামণ্ডল

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: দেশের প্রথম থ্রি ডি তারামন্ডল এবার হাওড়ায়। আজই শুভারম্ভ হলো হাওড়ার এই নতুন আকর্ষনীয় স্থানের। সর্বসাধারণের জন্য খুলবে আগামীকাল, অর্থাৎ ২ ডিসেম্বর থেকে। ১ ডিসেম্বর, ২০২২ অর্থাৎ আজকের দিনে শুভারম্ভ হলো ভারতবর্ষের প্রথম ত্রিমাত্রিক তারামন্ডলী হাওড়া প্ল্যানেটোরিয়ামের। পুজোর আগে এর আনুষ্ঠানিক সূচনা করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তখনও কিছু কাজ অসম্পূর্ণ ছিল। সেই কাজ শেষ করে অবশেষে হাওড়া শহরের বুকে কাঙ্ক্ষিত এই তারামন্ডলের উদ্বোধন হল। 

{link}
মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত দিকনির্দেশে বিশ্ব বাংলার প্রতিফলন এই থ্রি ডি তারামন্ডল এবার হাওড়া শহরে  নির্মান করা হল। রাজ্য সরকারের সার্বিক সহায়তা ও অর্থানুকুল্যে সম্মিলিত প্রয়াসে গড়ে উঠেছে এই তারামন্ডল। কলকাতার বিড়লা তারামন্ডলের পাশাপাশি এবার আরও অত্যাধুনিক প্রযুক্তির এই থ্রি ডি তারামন্ডল গড়ে তোলা হয়েছে হাওড়া শহরের প্রাণকেন্দ্রে। হাওড়া ময়দান সংলগ্ন শরৎ সদন চত্বরে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এটি গড়ে উঠেছে। শীতের শহরে এবার অন্যতম আকর্ষণ হবে এই থ্রি ডি তারামন্ডল। 
এই থ্রি ডি তারামন্ডলের বিষয়ে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, শীতে হাওড়ার মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার এই থ্রি ডি তারামন্ডল বা 'অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ সেন্টার'। যা আগামীকাল ২ ডিসেম্বর সাধারণের জন্য খুলে দেওয়া হবে। আপাতত প্রতিদিনই তিনটি করে শো দেখা যাবে (দুপুর তিনটে, বিকেল চারটা ও পাঁচটা)। টিকিটের দাম ধার্য করা হয়েছে ছোটদের মাথাপিছু ৭০ টাকা ও বড়দের জন্য ১২০ টাকা। থ্রি ডি অ্যানিমেশন তৈরি সহ অন্যান্য কারিগরিক দক্ষতার দ্বারা গড়ে তোলা হয়েছে এটি। দেশী ও বিদেশি সংস্থা যৌথভাবে কাজ করেছে এই অত্যাধুনিক থ্রি ডি তারামণ্ডলটি গড়ে তোলার উদ্দেশ্যে। শিশুরা ও পড়ুয়ারা তো বটেই, সকল মানুষ এর মাধ্যমে মহাকাশের জগৎ সম্পর্কে আরও সুনির্দিষ্ট ধারণা পোষণ করতে পারবেন হাওড়ার তারামণ্ডলে এসে। 

{link}
প্রসঙ্গত, দেশের প্রথম এই থ্রি ডি তারামন্ডল হাওড়া পৌরসভার উদ্যোগে শরৎ সদন চত্বরে তৈরি হয়েছে। আগামীকাল ২ ডিসেম্বর সর্বসাধারণের প্রবেশের জন্য এটি খুলে দেওয়া হবে। কলকাতার বিড়লা তারামন্ডলের পাশাপাশি এখন কলকাতার খুব কাছে হাওড়ায় তৈরি হয়েছে দেশের এই প্রথম থ্রি ডি তারামন্ডল বা 'এস্ট্রোনমিক্যাল রিসার্চ সেন্টার'। এখানে প্রবেশ করলে চোখ ধাঁধানো গ্রাফিক্সে সকলের মন মেতে উঠতে বাধ্য। হাওড়ার শরৎ সদন চত্বরে তৈরি এই তারামন্ডলে ১০০ সিট রয়েছে। রাজ্য সরকারের সাহায্যে হাওড়া পুরনিগমের সহযোগিতায় তৈরি হয়েছে এই তারামন্ডল। এখনও পর্যন্ত ঠিক হয়েছে রবিবার বন্ধ থাকবে। পরে মানুষের চাহিদা অনুযায়ী সময় পরিবর্তন করা হতে পারে। অনেকদিন ধরে এই প্রকল্প অসমাপ্ত অবস্থায় পড়েছিল। ৩টে, ৪টে এবং ৫টা এই ৩টি সময়ে শো দেখানো হবে। দেখানো হবে, বাংলা, ইংরাজি এবং হিন্দি এই তিনটি ভাষায়। প্রতিটি শো এর সময়সীমা প্রায় ৩০ মিনিট। সর্বসাধারণের জন্য টিকিটের মুল্য ১২০টাকা। দশম শ্রেনী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য ৭০টাকা। ছাত্রছাত্রীদের পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক। গ্রুপে প্রতিটি  ছাত্রছাত্রীদের জন্য ৫০টাকা। তারামণ্ডলেরও ম্যান ম্যানেজমেন্ট এবং মেশিনারি দিক দুটি বেসরকারি সংস্থাকে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো দিকটা দেখবে হাওড়া পুরনিগম। এই খবরটি অবশ্যই হাওড়াবাসীর জন্য একটি গর্বের খবর। তাহলে আর অপেক্ষা কিসের শিগগির ঘুরে আসুন হাওড়ার তারামণ্ডলে। 
{ads}

news Howrah West Bengal Howrah Planetarium সংবাদ

Last Updated :