header banner

বাড়ছে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, অভিষেকের গড়ে কতোটা সফল হবে শুভেন্দুর জনসভা?

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: আজ অভিষেকের গড়ে ডায়মন্ড হারবার লাইট হাউসের মাঠে বিজেপির জনসভা‌। আর এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত অবিষেকের গড়ে গিয়ে এই মুহূর্তে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ শুভেন্দুর চ্যালেঞ্জ। অন্যদিকে একইভাবে পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর গড়ে আবার সভা করছেন অভিষেক। যে দুই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পারদ চড়েছে বঙ্গের রাজনৈতিক মহলে।

{link}
ডায়মন্ড হারবারে বিজেপির জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা বর্তমান। বেলা বেড়ার সাথে সাথেই বাড়ছে সমর্থকদের ভিড়। গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাট থেকে শনিবার সকালে জনসভার উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। ধাপে ধাপে আনুমানিক ১০০ জন করে কর্মী জনসভার উদ্দেশ্যে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। কচুবেড়িয়া ঘাট থেকে ভেসেল করে জনসভার উদ্দেশ্যে রওনা দেয় বিজেপির কর্মী সমর্থকরা। ডায়মণ্ড হারবারে কতোটা সফল হবে শুভেন্দুর জনসভা? 
{ads}

news BJP Abhishek Banerjee Suvendu Adhikari Diamond Harbour সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article