header banner

একই পরিবারে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার হাওড়ার পোদরা পাঁচপাড়ার গঙ্গার ঘাট থেকে

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: একই পরিবারে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার হলো হাওড়ার নাজিরগঞ্জ থানা এলাকার পোদরা পাঁচপাড়ার গঙ্গার ঘাট থেকে। জানা গেছে, সোমবার সকালে বাড়ির পাশের একটি মাঠে খেলা করছিল দুই ভাই। কিন্তু দুপুরের পর থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় তারা। দীর্ঘ সময় ধরে পরিবারের লোক এবং এলাকার স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করেন। তারপরও প্রথমে খোঁজ পাওয়া যায়নি দুই ভাইয়ের। এরপর পরিবারের লোকেরা রাতে নাজিরগঞ্জ তদন্তকেন্দ্রে গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করতে এসে সেখান থেকে খবর পান দুই নাবালকের দেহ উদ্ধার হয় পোদরার গঙ্গার ঘাট থেকে। 
{link}
মা রানী খাতুনের অভিযোগ, তিন মাস আগে বাড়ির বড় মেয়েকে(১৬) নিয়ে পালিয়ে যান এক স্থানিয় লোক। তাঁকে এখনো খুঁজচ্ছে পুলিশ। মেয়ের নাম মুস্কান খাতুন এবং অপরাধীর নাম সামিম খান। এই ঘটনার জেরেই কি দুই ভাইকে খুন করা হয়েছে নাকি গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় দুই ভাই এই বেপারে নিশ্চিত নন পুলিশ। মৃত দুই ভাইয়ের মা বলেন যে তাঁর ছেলেরা সারা সকাল বাড়িতেই ছিল, খেলা করছিল, আশে পাশের লোকজন দেখেছে তাদের। তাঁদের নামাজ পড়তে যাওয়ার পর থেকেই আর কেউ তাদের দেখেনি। পুর নাজিরগঞ্জ এলাকা খুঁজেও তাদের পাওয়া যায়নি। তাঁদের মা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তিন মাস আগের সেই মামলার কারনেই খুন করা হয়েছে দুই ভাইকে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ।
{ads}
 

Najirganj Howrah West Bengal Murder Crime News সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article