header banner

Raiganj : অভিনব প্রতারনার শিকার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডিন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একদিকে যখন পুলিশ ও মানুষ  সচেতন হচ্ছে, ঠিক তখন প্রতারক চক্র নিজেদের প্রতারনার ছক পাল্টে ফেলছে। এবার সেই অভিনব ছকে পা দিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raiganj University) ডিন শকুন্তলা গুপ্ত। জানা যাচ্ছে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিভাগের ডিন শকুন্তলা গুপ্ত মহাত্মা গান্ধী রোডে বাড়ি থেকে বেরিয়ে বেসরকারি বাস ষ্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছিলেন।

{link}

সে সময় দুজন দীর্ঘকায় ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে শকুন্তলার পথ আটকে তাঁর গলার হার ও হাতের সোনার অলঙ্কার খুলে নিজের ব্যাগে রাখার পরামর্শ দেন। প্রাথমিক ঘোর কাটিয়ে শকুন্তলা দেবি কিছুটা ভয় পেয়ে তাই করেন। তারপর যা হবার তাই হয়েছে। চোখের নিমেষে ওই দুজন তাঁর ব্যাগ থেকে ওই গয়না কাগজে রাখার নাম করে ব্যাগে একটা কাগজ ঢুকিয়ে দিয়ে চম্পট দেয়।

{link}

 

 অধ্যাপিকা শকুন্তলা জানান, তারা তাঁকে একটি পুলিশের পরিচয় পত্র (Police identity card) দেখান। অধ্যপিকার দাবি হাতে এবং গলার অলঙ্কার মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার গয়না খোয়া গেছে। এই ঘটনায় রায়গঞ্জ (Raiganj) শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রায়গঞ্জ শহরে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের কাছে শকুন্তলা লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। জানা যাচ্ছে রাস্তার সি সি ক্যামেরা পরীক্ষা করে দেখছে পুলিশ।

{ads}

News Breaking News Raiganj West Bengal Raiganj University Mahatma Gandhi Road Shakuntala Gupta Police identity card সংবাদ

Last Updated :