header banner

BJP: সারা রাজ্য এখন অস্ত্র ভাণ্ডারে পরিনত হয়েছে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  এই উপ নির্বাচনে সরকারকে সচেতন করতে বার্তা দিতে হবে', বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে দলের প্রার্থী অনন্যা রায় চক্রবর্ত্তীর সমর্থণে শেষ রবিবাসরীয় প্রচারে সিমরাপালের লক্ষীসাগরে এসে তিনি একথা বলার পাশাপাশি আরও বলেন, 'লুঠপাট খুন খারাপি মানুষ বরদাস্ত করবেনা। সারা রাজ্যটাই এখন অস্ত্র ভাণ্ডারে পরিনত হয়েছে'।

{link}

এমনকি বিহার-উত্তর প্রদেশের দূস্কৃতিরা এখানে কারখানা খুলেছে ও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সব থেকে 'বড় শেল্টার' বলেও তিনি দাবি করেন।   আর.জি কর প্রসঙ্গে তিনি বলেন, 'দুর্গা ভেবে একজন মহিলাকে মানুষ মুখ্যমন্ত্রী করেছিল, তার পরেও জাষ্টিসের দাবিতে কেন মহিলাদের রাত জাগতে হচ্ছে?' সে নিয়েও প্রশ্ন তোলার পাশাপাশি এর ফল ২৬ এর ভোটে ভূগতে হবে বলেও তিনি দাবি করেন তিনি।একই সঙ্গে তাঁর দাবি, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে বিজেপি সমর্থণ করার পাশাপাশি আলাদাভাবে আমরাও আন্দোলন করেছি।

{link}

তবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কেন 'অপমৃত্য' হলো তার জবাব তাদেরই দিতে হবে বলে তিনি দাবি করেন।এদিন লক্ষীসাগরে বিজেপি নেতা দিলীপ ঘোষ স্থানীয় মানুষ ও মহিলাদের সঙ্গে কথা বলেন এমনকি চায়ে- পে-চর্চাতেও যোগ দেন তিনি। এদিনের এই কর্মসূচীতে দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ অন্যান্যরা।

{ads}

news breaking news BJP politics politician West Bengal সংবাদ

Last Updated :