header banner

কমছে না আতঙ্ক, ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল চত্বরে সাফাইয়ে জোর হাওড়া পুরসভার

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনতে এবার হাসপাতাল চত্বরে সাফাইয়ে জোর দিচ্ছে হাওড়া পুরসভা। বুধবার দুপুরে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শনে এসে হাসপাতাল চত্বরকে সাফসুতরা রাখার উপর জোর দেন পুর আধিকারিকরা। বুধবার থেকেই শুরু হয়েছে সাফাইয়ের কাজ। পরিস্কার করা হচ্ছে নর্দমা, ছাঁটাই করা হচ্ছে গাছ গাছালি।

{link}
এই বিষয়ে পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী জানান, হাওড়া পুরনিগমের কনজারভেন্সি দপ্তরের পক্ষ থেকে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল বুধবার পরিদর্শন করা হলো। এই এলাকার বেশ কিছু জায়গায় ডেঙ্গুর ঘটনা ঘটেছিল। সেটা যাতে আর না হয় তা নিশ্চিত করতেই এই পরিদর্শন। সেখানকার নর্দমা পরিষ্কার করার পাশাপাশি কিছু জায়গায় গাছ হয়ে গিয়েছিল, সেগুলি পরিষ্কার করা হয়েছে। দূর দুরান্ত থেকে আসা রোগীর আত্মীয়দের যাতে কোনও অসুবিধা না হয় তাও দেখা হচ্ছে। যেসব জায়গা অব্যবহৃত থাকায় জলা জঙ্গল হয়ে রয়েছে সেগুলো পরিষ্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন কতোদিনে সেই পরিকল্পনা বাস্তবে রূপান্তরিত হয়, তাই দেখার বিষয়। 
{ads}

news Howrah Dengue West Bengal Hospital সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article