header banner

দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পঞ্চম তথা শেষ অভিযুক্ত সফিকুল শেখকেও গ্রেফতার পুলিশের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, ধর্ষণ কাণ্ডে তাদের জিরো টলারেন্স। তাই পুলিশের তৎপরতায় ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে ৫ অভিযুক্তকেই পুলিশ গ্রেফতার করলো। একদিন পরপর দুই অভিযুক্তকে জালে আনল পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে সোমবার শেষ অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তার নাম সফিকুল শেখ। এই ঘটনায় তাকেই মূল অভিযুক্ত বলে মনে করছেন তদন্তকারীরা। আজ দুই ধৃতকেই দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। রবিবার রাত থেকে সোমবার সকাল। মাত্র কয়েকঘণ্টার মধ্যে পরপর পুলিশের হাতে গ্রেপ্তার দুর্গাপুর কাণ্ডে শেষ দুই অভিযুক্ত। 

{link}

  জানা গিয়েছে, রবিবার রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল দুর্গাপুর নগরনিগমের অস্থায়ী কর্মী নাসিরউদ্দিন শেখকে। দুপুরে জানা গেল, শেষ অভিযুক্ত সফিকুল শেখকেও জালে এনেছেন তদন্তকারীরা। বিজড়া এলাকায় গা ঢাকা দিয়ে ছিল সে। পুলিশ তল্লাশি চালিয়ে সেখানকার গোপালমাঠ থেকে গ্রেপ্তার করেছে সফিকুলকে। তবে এর বিষয়ে এখনই বিস্তারিত তথ্য জানাতে পুলিশ নারাজ। আগেই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছিল জেলা পুলিশ। এখন দেখার যাদের গ্রেফতার করা হলো তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এবং পুলিশ তাদের বিরুদ্ধে কোন কোন ধারায় কেস দেয়!

{ads}

Durgapur News Durgapur Gang Rape Case Durgapur Rape Case Durgapur West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article