header banner

Bidhan Market : চলতি মরশুমের প্রথম ইলিশ মাছ

article banner



শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  শিলিগুড়িতে (Siliguri) ঢুকল চলতি মরশুমের প্রথম ইলিশ মাছ। যদিও চাহিদার তুলনায় যোগানের পরিমাণ অত্যন্ত কম হওয়ায় আপাতত তা মধ্যবিত্তের নাগালের বাইরেই থাকছে। বর্ষাকালে ইলিশ মাছ, মাছে ভাতে বাঙালির বাড়তি পাওনা। বিভিন্ন জায়গার মতো শিলিগুড়িতেও ইলিশ মাছের বিশাল চাহিদা। গান যতই বেশি থাকুক না কেন ইলিশ মাছ দিয়ে ভাত না খেলে যেন ১৬ আনাই বৃথা। বিধান মার্কেটের (Bidhan Market) মাছ বাজারে ইলিশ মাছের দাম কত কি বললেন ব্যবসায়ীরা ?

{link}

একজন ব্যবসায়ী জানিয়েছেন ইলিশ (Ilish) মাছ হাজার থেকে ১৪০০ টাকার মধ্যে রয়েছে। কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে সেই কারণে বাজারে লোকের সংখ্যা কিছুটা কম। চাহিদা রয়েছে, এখনো পর্যন্ত বাংলাদেশের ইলিশ মাছ বাজারে প্রবেশ করেনি তবে খুব তাড়াতাড়ি প্রবেশ করবে। আরেকজন মাছ বিক্রেতা জানান পাহাড়ে লাগাতার বৃষ্টিপাত হয়ে চলেছে সেই কারণে বাজার একেবারে মন্দা। ইলিশ মাছ পর্যন্ত বিক্রি হচ্ছে না, বাজারের লোক সংখ্যা বৃষ্টির কারণে একেবারেই কমে গেছে।

{link}

বিধান মার্কেটের তিন হাজারি ইলিশের বিক্রেতার দাবি, অনেকেই নেড়েচেড়ে দেখছেন, দাম শুনে অন্য মাছ নিয়ে বাড়ি গিয়েছেন। তার মধ্যেও অবশ্য মাছ বিকিয়েছে। তবে তা সামান্য।

{ads}

News Breaking News West Bengal Siliguri Bidhan Market Ilish Price Bengali rainy season Rain fish seller season সংবাদ

Last Updated :