header banner

HS Exam : শুরু হল উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের (HS) প্রথম সেমিস্টারের পরীক্ষা (semester exam)। পরীক্ষা চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ লক্ষ ৬০ হাজার জন। প্রশ্নপত্র নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগেই জানানো হয়েছে, পরীক্ষা হলে কোনও ধরনের ক্যালকুলেটর বা ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার নিষিদ্ধ।

{link}

ফলে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা নির্বিঘ্নে মেটাতে বদ্ধপরিকর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে,প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। তবে মিউজিক, ভিস্যুয়াল আর্টস এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত। এ বছরের মোট পরীক্ষার্থী সংখ্যা- ৬.৬০ লক্ষ। এর মধ্যে ছাত্র: ৪৩.৯৭%। ছাত্রী: ৫৬.০৩%।

{link}

গতবারের তুলনায় পরীক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৭৯,৫৮২ জন। পরীক্ষা কেন্দ্র মোট জেলা: ২৩টি জেলা। মোট প্রধান কেন্দ্র (Main Venue): ৮১৮টি। এবং মোট ভেন্যু: ২১০৬টি। পরীক্ষার দিন সকাল ৯টা থেকে পরীক্ষার্থীদের ভেন্যুতে প্রবেশ করতে দেওয়া হবে। প্রবেশের সময় Metal Detector দিয়ে চেকিং হবে। OMR ও প্রশ্নপত্র সিল করা কার্টনে ভেন্যুতে পৌঁছবে এবং নির্দিষ্ট সময়ে খোলা হবে।

{ads}

 

News Breaking News HS semester exam সংবাদ

Last Updated :

Related Article

Latest Article