নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ চোখের সামনে ধ্বংসলীলার ভয়াবহ ঘটনা। পাড়ে দাঁড়িয়ে থাকা দুটি নৌকা জলের ঢেউয়ের দাপটে নিমেষে তলিয়ে গেল জলে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার পূর্ব কালিনগরের কালী মন্দিরের পাশে, জাহাজ চলাচলের পথে সৃষ্টি হওয়া ঢেউয়ের টানে পরপর উল্টে গিয়ে নিমেষের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায় দুটি নৌকা।
{link}
স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে একাধিক মাছ ধরার নৌকা পরপর বাঁধা ছিল নদীর ধারে। তখনই নদী দিয়ে আসতে দেখা যায় একটি বিশালাকার জাহাজকে। জাহাজের ঢেউয়ের দাপটে পরপর দুটি নৌকা উল্টে যায় নদীতে। ওই সময় নৌকায় থাকা মৎস্যজীবীরা নৌকা থেকে জলে পড়ে যান, এবং জলে জাহাজের ঢেউ কাটিয়ে সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে সক্ষম হয়। কিন্তু দুটি মাছ ধরার নৌকা জলে ডুবে যায়। ঘটনাটিতে কোন প্রানহানীর ঘটনা ঘটেনি। কিন্তু নিজেদের দৈনিক রুজি রুটির নৌকা ধ্বংস হয়ে যাওয়ায় চিন্তায় ডুবে যাওয়া দুই নৌকার মাঝি রা।
{ads}