header banner

কুকুরে তাড়া খেয়ে বাঁকুড়ায় রিসোর্টে ঢুকে পড়া হরিণ শাবক কে উদ্ধার করল বনকর্মীরা

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: হরিণ শাবক উদ্ধার হলো বাঁকুড়ার জয়পুরে। সোমবার রাতে জয়পুর জঙ্গলে একটি বেসরকারী রিসর্টের ভীতর থেকে ঐ হরিণটি উদ্ধার হয় বলে জানা গেছে। সূত্রের খবর, ঐ দিন রাতে কুকুরের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে হরিণ শাবকটি স্থানীয় একটি রিসর্টে ঢুকে পড়ে। ঐ সময় ঐ এলাকায় উপস্থিত এক বনকর্মী কুকুরের কামড়ে 'আহত' হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, কুকুরের কামড়ে অসুস্থ হরিণ শাবকটিকে বিশেষজ্ঞ পশু চিকিৎসক দিয়ে সুস্থ করে তোলার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

{link}

দীর্ঘদিন পর এভাবে হরিণ উদ্ধার হওয়ায় খুশি বনদপ্তর। তবে হরিণটি একেবারে কম বয়সি শিশু হরিণ হওয়ায় তার কারনে চিন্তায় রয়েছেন বনকর্মীরা। হরিণটি মা বা তার পরিবার কে খুঁজে পাওয়া খুবই কঠিন, কার্যত অসম্ভবও বলা চলে। কুকুরের কামড়ে রীতিমতো আহত হয়েছে হরিণটি। সেই তাড়া খেয়ে ভয়েই সে রিসর্টে ঢুকে পড়েছিল। এই তাড়া খাওয়ার আতঙ্কে থাকার কারনে হরিণটিকে উদ্ধার করার পর শান্ত করতে বেশ বেগ পেতে হয় বনকর্মীদের।

{ads}

news Deer Bankura West Bengal সংবাদ

Last Updated :