শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বিরাট শক্তি নিয়ে ধেয়ে আসছে দানা। সকলের নজর সেই দিকে। তবে দানা কোথায় আঘাত করবে তা এখনও স্পষ্ট নয়। বাংলা ও ওড়িশার যেকোনো উপকূলে আঘাত করবে । এই পরিস্থিতিতে প্রকাশিত হলো আজকের আবহাওয়ার পূর্বাভাস।
{link}
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। এই সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আজ কোথাও কোনও সতর্কতা জারি করা হয়নি। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতিভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টি হতে পারে। ওই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সেদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।
{link}
অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি. কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সেদিন জারি থাকবে হলুদ সতর্কতা।
{ads}