header banner

হাওড়ার লিচুবাগানের ট্রাফিক ব্যারাকে এক পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় আজ সকালে

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু হাওড়ায়। হাওড়ার লিচুবাগানের ট্রাফিক ব্যারাকে এক পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে ট্রাফিক ব্যারাকের ছাদে, গাছের ডালের সঙ্গে দড়িতে ঝুলতে দেখা যায় পুলিশ কর্মীকে। তিনি র্যা ফে কর্মরত ছিলেন। নদীয়ার বাসিন্দা, ওই পুলিশ কর্মীর নাম সুদীপ্ত রায়। পুলিশ এদিন মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এটি আত্মহত্যা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ।
{link}
স্থানিয় সুত্রে জানা গেছে তিনি গতকাল রাত ৩ টে পর্যন্ত তাঁর এক বন্ধুর সাথে কথা বলেছিল কিন্তু তারপর কি হয়েছিল তা তাঁর কন বন্ধুই বলতে পারেনি। পুলিশ কর্মীর বাড়ির লোকজন কেউ আসেননি ঘটনাস্থলে তবে তাদের জানান হয়েছে।
{ads}

howrah west bengal news police suicide সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article