header banner

Siliguri : ঘরের ভেতর থেকে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ঘরের ভেতর থেকে উদ্ধার এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। যুবতী শিলিগুড়ি(Siliguri)পুরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্তের ভাসতি বলে জানা গেছে।  মৃত যুবতীর নাম কেয়া দত্ত, বয়স ২৬।  পেশায় আইনজীবী (lawyer) ছিলেন ওই যুবতী।

{link}

শিলিগুড়ি আদালতে কর্মরত ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর  মিলেছে ,শিলিগুড়ির সংহতি মোর এলাকাতে একটি ফ্ল্যাটে তিনি বসবাস করতেন,  তার মারও একই ফ্ল্যাটে বসবাস করত। প্রতিদিনের মতো গতকালও খাওয়া-দাওয়া করে  তিনি তার ঘরে চলে যান। তবে গভীর রাতে তার মা তাকে ডাকতে গেলে ,কোন সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকাডাকি করেন ।এরপর সবাই মিলে  মিলে তার ঘরের দরজা ভেঙে ফেলবার পর যুবতীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপরেই তাকে উদ্ধার করে  শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা যাওয়ার পরে ,কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

{link}

 

 শুক্রবার তার দেহ শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে। এই বিষয়ে মেয়র পারিষদ দুলাল দত্ত জানান কেয়া খুব শান্ত স্বভাবের ছিল,  তবে কি কারণে এই ঘটনা ?  কারোর জানা নেই পরিবারে কোন সমস্যা ছিল না।  ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।

{ads}

News West Bengal Breaking News Siliguri Death young woman Medical College Hospital lawyer সংবাদ

Last Updated :