header banner

Dakshin Dinajpur : দক্ষিণ দিনাজপুরের শিল্পসত্ত্বা পাড়ি দিচ্ছে বিদেশেও

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দক্ষিণ দিনাজপুরের শিল্পসত্ত্বা এবারে রাজ্য ও দেশ ছাড়িয়ে পাড়ি দিচ্ছে বিদেশেও। সোশ্যাল মাধ্যমে কাজের সুযোগ পেয়েই দিনরাত এককরে পাইন কাঠের হাঁস তৈরি হচ্ছে জেলার প্রান্তিক শহরে। আর যার ফলে ক্রমশ স্বাবলম্বী হয়ে উঠছেন বালুরঘাটের মহিলারা।

{link}

শহর থেকে কয়েক কিলোমিটার দূরে চকভৃগু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলতাহার গ্রামে এই সুদৃশ্য হাঁস তৈরি হচ্ছে বেশকিছুদিন ধরেই। পাইন গাছের নানা টুকরো নবান সরকার ও তার ছেলে বিপ্লব সরকারের হাতের কায়দায় রুপ পাচ্ছে কাঠের হাঁসে। কলকাতা থেকে পাওয়া দুহাজার টি কাঠের হাঁস তৈরির বরাত পেয়ে ইতিমধ্যেই স্থানীয় মহিলারা নিযুক্ত হয়েছেন এই অর্থ উপার্জনে।

{link}

আর যার ফলে কিছুটা হাসি ফুটেছে গ্রামের মহিলাদের মুখেও।কলকাতার একটি সংস্থা একটি বিশেষ পদ্ধতিতে তৈরি ও নির্দিষ্ট আকার, আয়তনের হাঁস তৈরির কথা লিখেছিল সোশ্যাল মাধ্যমে।বিপুল পরিমাণ এই হাঁস তৈরিতে তারা স্থানীয় মহিলাদেরও কাজে নিযুক্ত করেছেন। বর্তমানে সাতজন মহিলা এখানে কর্মরত। আগামীতে আরও কাজের বরাত পাওয়ার আশা রয়েছে বলে  শিল্পীরা জানিয়েছেন।

{ads}

News Dakshin Dinajpur West Bengal Social Media Balurghat Women Pine Duck Kolkata artists wood duck State country abroad সংবাদ

Last Updated :