header banner

North Bengal: জঙ্গল থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার এক কিশোরীর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  উত্তরবঙ্গের চা-বাগান অঞ্চলে চিতা ও মানুষের খেলা অনেক দিনের। জঙ্গল থেকে বের হয়ে হামেশাই চিতা চলে আসে লোকালয়ে। রবিবার সকালে তেমনই এক ঘটনায় প্রাণ গেলো ১২ বছর বয়সী এক কিশোরীর। 

{link}

ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের ডায়না রেঞ্জের অন্তর্গত খেরকাটা বস্তিতে। পরে জঙ্গল থেকে ওই কিশোরীর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লীলাবতী গোয়ালা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  রবিবার ভোরে বাড়ির উঠোনে বসেছিলেন কিশোরী। সেই সময় আচমকা এক চিতা বাঘ বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তখন বাড়ির উঠোনে বসেছিল লীলাবতী বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। মুহূর্তে এলাকার মানুষ লাঠি, বাঁশ নিয়ে ছুটে যায় জঙ্গলে। কিন্তু ততক্ষন সব শেষ।দীর্ঘ খোঁজাখুঁজির পর রক্তাক্ত মৃত অবস্থায় উদ্ধার হয় কিশোরী।

{link}

খবর পেয়ে এলাকায় পৌঁছেছে খুনিয়া রেঞ্জের আধিকারিক এবং ডায়না রেঞ্জের বনকর্মীরা।ঘটনাস্থলে পৌঁছয় নাগরাকাটা থানার পুলিশও। মৃতদেহ আটকে বন কর্মীদের ঘিরে চলছে বিক্ষোভ। এরপর প্রশাসনের তরফে এলাকাবাসীর সঙ্গে কথা বলে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। পরে তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

{ads}

news breaking news chita tiger north side wild animalসংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article