header banner

নির্ধারিত সময়ের ৮দিন আগেই শেষ কাজ, ২৩ তারিখ খুলতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: নির্ধারিত সমসূচী অনুযাই সাঁতরাগাছি সেতু মেরামতির কাজ শেষ হওয়ার কথা ছিল ৩১শে ডিসেম্বর। কিন্তু ২৩ ডিসেম্বর সকাল থেকেই খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ | নির্ধারিত সময়ের আট দিন আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। ব্রিজ মেরামতির কাজ শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। দুদিনের মধ্যে মেরামতি হওয়া অংশ সাফাই করে আগামী ২৩শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবারেই খুলে দেওয়া হবে এই সদা ব্যস্ত ব্রিজ। 

{link}
উল্লেখ্য কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর তরফে নির্দেশ এসেছিল বড় দিনের আগেই কাজ শেষ করতে হবে সাঁতরাগাছি সেতুর মেরামতির। সেই মতোই ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও কার্যত দ্রুততার সাথে তার ৮ দিন আগেই কাজ করে ফেলেছে পিডাব্লিউডি | আগামী ২৩ তারিখ সকাল থেকেই পুরোপুরি স্বভাবিক হচ্ছে সাঁতরাগাছি সেতু | গত ১৯ নভেম্বর মাস থেকে সেতু মেরামতির কারণে আংশিকভাবে বন্ধ রাখা হয়েছিল সাঁতরাগাছি সেতু। যার ফলে সাময়িকভাবে সমস্যার মুখে পড়তে হয়েছিল একটা বিপুল অংশের মানুষকে। বিপুল জানজটের সমস্যা তৈরি হচ্ছিল নিত্যদিন। সেই কষ্ট থেকে এবার মুক্তি মিলতে চলেছে এই রাস্তার নিত্যযাত্রীদের। 
{ads}

news Santragachi Bridge West Bengal Howrah সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article