header banner

Mamata Banerjee : বাংলার নামে বদনাম হচ্ছে, মুখ্যমন্ত্রী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  আজ নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৈঠক করেন। বৈঠকের শেষ তিনি বলেন, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার তদন্ত করছে CBI. কিন্তু তার জন্য চিকিৎসকদের কর্ম বিড়তিতে ভয়ঙ্কর অবস্থা তৈরী হয়েছে সমস্ত সরকারি হাসপাতালগুলোতে। এবার আপনারা কাজে ফিরুন। মানুষকে পরিষেবা দেন।

{link}

মমতা বলেন, ২৩ জন মারা গিয়েছেন। অনেকে চিকিৎসা না পেয়ে ফিরে গিয়ে বাড়িতেও মারা গিয়েছেন। সেই কেসগুলো বুথ লেভেল থেকে খোঁজ নাও। এর পরেই মুখ্যমন্ত্রী বলেন-"নীরবে বেদনা সহ্য করছি। পুলিশকে অ্যাকশন নিতে বারন করেছি। কিন্তু দয়া করে মানুষকে পরিষেবা দিন। আমি নারায়ণকে একটা রিপোর্ট দিতে বলব। উনি স্বাস্থ্যসচিব।" যত তাড়াতাড়ি সম্ভব একটা রিপোর্ট রেডি করুন।

{link}

তার পরেই তীব্র ক্ষোভের সঙ্গে মমতা বলেন,বাংলার নামে বদনাম হচ্ছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ (WhatsApp group) হয়েছে। এখান থেকে পড়াশোনা করে, খেয়েদেয়ে মানুষ হয়ে বাইরে গিয়েছে। তারা গিয়ে বাংলার একতরফা কথা শুনে বদনাম করছে। বাংলাদেশের (Bangladesh)পরে এই সুযোগটা নিচ্ছেন তো? পুলিশ সারারাত পাহারা দেয়। পুজো থেকে দুর্যোগ, সবক্ষেত্রে পাহারা দেয়। প্রতিদিন রাতে যদি আপনারা রাস্তায় থেকে… অনেক মানুষ তো বিড়ম্বনাতেও পরে। এলাকায় অনেক বয়স্ক মানুষ আছেন। মাইক লাগালে ঘুমের সমস্যা হয়। তাই সবার কাছে তিনি অনুরোধ করেন, এবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আদালত আছে, CBI তদন্ত করছে। আপনারা ভরসা রাখুন।

{ads}

News Breaking News Tilottama R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician Ko

Last Updated :