শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : SSC -র নতুন বিজ্ঞাপ্তি জারি হয়ে গেছে। আর এখানে ২০১৬ থেকে অনেকটা সরে এসে নতুন কিছু নিয়ম চালু করেছে SSC। এখানেই তৈরী হয়েছে বিতর্ক। বিজ্ঞপ্তি প্রকাশ হতেই নতুন দুর্নীতির গন্ধ পেতে শুরু করেছে বিরোধীরা। তাদের দাবি, টাকা দিয়ে চাকরি পাওয়া ব্যক্তিদের পুনর্নিযোগ করতে সুচতুরভাবে নতুন পরীক্ষার নম্বর বিভাজন করা হয়েছে। শুক্রবার প্রকাশিত হয়েছে SSCর শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি।
{link}
সেখানে ৬০ লিখিত পরীক্ষা দিতে হবে চাকরিপ্রার্থীদের। এছাড়া শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ রয়েছে ১০ নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ ১০ নম্বর, ইন্টারভিউর জন্য ১০ নম্বর ও ক্লাসে পড়ানোর দক্ষতার ওপর ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে। আর এখানেই ফের দুর্নীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। কারণ ২০১৬ সালের পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ ছিল ৫৫ নম্বর, শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ ছিল ৩৫ নম্বর ও পার্সোন্যালিটি টেস্টের ওপর বরাদ্দ ছিল ১০ নম্বর। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ নম্বর ৩৫ থেকে কমিয়ে করা হয়েছে ১০। আর এখানেই উঠছে প্রশ্ন। যদিও বিকাশ ভট্টাচার্য পরিষ্কার বলেছেন, ২০১৬ থেকে নতুন কোনো নিয়ম এবার আনলে তা আদালত গ্রাহ্য করবে না। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের নেতা স্বপন মণ্ডল বলেন, ‘যারা দুর্নীতি করে চাকরি পাওয়ায় চিহ্নিত নন তাদের এই নিয়মে অনেকটা সুবিধা হবে।
{link}
নতুন চাকরিপ্রার্থীরা এই নিয়মে কিছুটা অসুবিধার মুখে পড়বেন। ইন্টারভিউ ও পড়ানোর দক্ষতায় নম্বর বেশি দেওয়ার সুযোগ থাকলে সেখানে কারচুপির সম্ভাবনা থাকে। সরকার ইচ্ছা করলে সেখানে কাউকে কম নম্বর বা কাউকে বেশি নম্বর দিতে পারে। আমরা বুঝতে পারছি না সরকার নতুন কোনও আইনি জটিলতাকে আমন্ত্রণ জানাচ্ছে কি না।’ আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘নতুন বিধি আগের থেকে অনেকটা পরিবর্তন করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ নম্বর ৩৫ থেকে কমিয়ে ১০ করা হয়েছে। এর মানে যাদের শিক্ষাগত যোগ্যতা খারাপ তাদের নেওয়ার রাস্তা তৈরি করা।’ কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়েছে, এই নতুন নিয়ম নিয়ে আবার আদালতে চ্যালেঞ্জ হবে এবং আবার বিষয়টা বহুদূর পিছিয়ে যাবে। অনেকেই মানে করছেন, এভাবেই সমস্ত সিস্টেমটাকে পিছিয়ে দিতে চাইছে রাজ্য সরকার।
{ads}