header banner

Kunal Ghosh : বিরোধী দলনেতা বাংলায় থাকবে না

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এটাকে কুনাল ঘোষের অতিরিক্ত আত্ম বিশ্বাস বলা হবে না তাঁর রাজনৈতিক স্ট্রেটজি? তা নিয়ে বিতর্ক তৈরী হয়েছে। কারণ বিরোধী দল বা বিরোধী দলনেতা বাংলায় থাকবে না - এটা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। তখন আর বিধানসভায় এমন কোনো মুখ থাকবে না যাঁরা বিস্তর দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলবে। কুনাল ঘোষের (Kunal Ghosh) এই কথার মধ্যে অত্যাধিক আত্মবিশ্বাসের সুর খুঁজে পাচ্ছেন নাগরিক মহল। শুধু তাই নয়, আত্মবিশ্বাসের সঙ্গে দিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে বড় খবরও।

{link}

তাঁর দাবি, নন্দীগ্রাম থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন হারবেন, তেমনই ফের জিতে এ রাজ্যের ক্ষমতায় আসবে তৃণমূল। আর আবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “লিখে রাখুন বিরোধী দলনেতার পদটাই থাকবে না…।”যেই সময় বাংলায় ধৰ্মীয় মেরুকরণ স্পষ্ট করে দিয়েছে দুই দল, প্রায় ৭০ শতাংশ হিন্দুভোট নিয়ে আস্তিন গোটাচ্ছে বিজেপি সেই সময় কুনাল ঘোষের এই বক্তব্য কিছুটা ভয়ের প্রতিফলন বলেও কেউ কেউ মনে করছেন। কুনাল ঘোষ সাংবাদিকদের বলেন, বিরোধী দলের মর্যাদা পেতে গেলে যে সংখ্যার সিট পাওয়া দরকার তার ধারে কাছেই থাকবে না বিজেপি। কুনালের এই ভবিষ্যৎবাণী সফল হবে কিনা - তা নিয়ে বিতর্ক হোক।

{link}

কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট যে এক রকম 'বিরোধীশূন্য বিধানসভা' - যা গণতন্ত্রের পক্ষে কিন্তু ভয়ঙ্কর। তিনি আরও বলেন, "লিখে রাখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। তবে বিরোধী দলনেতা পদটি পাওয়ার জন্য যে আসন দরকার, পরষদীয় রাজনীতিতে সেই আসন ভারতীয় রাজনীতিতে বিজেপি ২৬ সালে পাবে না। বিরোধী দলনেতার পদটাই থাকবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। বিরোধী দলনেতার পদও থাকবে না, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও থাকবেন না। চ্যালেঞ্জ করে বলছি।” তবে নাগরিক মহলের বক্তব্য, রাজনৈতিক নেতাদের ভবিষ্যৎ বাণী নিয়ে মানুষ মোটেই চিন্তিত না। কারণ মানুষ জানেন, রাজনীতির কারবারীরা শুধু রাজনৈতিক স্বার্থেই কথা বলেন।

{ads}

News Breaking News Kunal Ghosh Politics Politician TMC সংবাদ

Last Updated :