header banner

Howrah : ফের আবর্জনার স্তূপ জমতে শুরু করেছে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : হাওড়ার বেলগাছিয়া (Belgachia) ভাগাড়ের বিকল্প হিসাবে সাময়িকভাবে আড়ুপাড়ায় অস্থায়ী ভাগাড় তৈরি করতে গিয়ে সমস্যার মুখে পড়ে হাওড়া পুরসভা (Howrah Municipality)। স্থানীয়দের প্রবল আপত্তির কারণে সব ক’টি আবর্জনার গাড়ি সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে হয় কলকাতা পুরসভার ধাপায়। তবে, নতুন সমস্যা দেখা দেয় ধাপায় আবর্জনা ফেলা নিয়েও। হাওড়া থেকে ধাপায় আবর্জনা বহনের জন্য বিদ্যাসাগর সেতু ব্যবহার করতে হয়, যা নিয়ে আপত্তি তোলে পুরসভার ডাম্পার সরবরাহকারী সংস্থাগুলি। তাদের দাবি, দীর্ঘদিনের ব্যবহারে পুরনো ডাম্পারগুলি দুর্বল হয়ে পড়েছে এবং ভারী আবর্জনা নিয়ে বিদ্যাসাগর সেতুতে উঠতে সক্ষম নয়। এই সমস্যার কারণে বৃহস্পতিবার ডাম্পার সংস্থাগুলি আবর্জনা তোলার কাজ বন্ধ করে দেয়, ফলে হাওড়ার ১৫-১৬টি ওয়ার্ডে ফের আবর্জনার স্তূপ জমতে শুরু করে।

{link}

হাওড়ায় দৈনিক প্রায় ৬৫০ টন আবর্জনা তৈরি হয়। কয়েক দিন ধরে ময়লা না তোলায় শহরের বিভিন্ন জায়গায় ভ্যাট উপচে পড়ে। বুধবার কিছু আবর্জনা ধাপায় ফেলা হলেও, বৃহস্পতিবার আবারও পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিষয়টি নিয়ে পুরসভা এবং নগরোন্নয়ন দফতরের পদস্থ আধিকারিকরা জরুরি বৈঠক করেন। পুরসভা জানায়, যেসব সংস্থার ডাম্পার মজবুত, তারা অতিরিক্ত ওয়ার্ডের আবর্জনাও তোলার দায়িত্ব নেবে। তবে, হাওড়া থেকে ধাপায় আবর্জনা নিয়ে যেতে প্রায় দেড়-দু’ঘণ্টা সময় লাগে, যা প্রতিদিন একাধিকবার করা কঠিন। এছাড়া, সকাল ১০টার পরে অফিস সময়ের ব্যস্ত রাস্তায় আবর্জনা-বোঝাই গাড়ি চালানোও চ্যালেঞ্জিং হবে। এদিকে, হাওড়া পুরসভার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরসভার সাফাই ব্যবস্থাকে মজবুত করতে ২০টি কম্প্যাক্টর যন্ত্র ও ৩৪টি নতুন টিপার ভ্যান পাঠানোর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, বেলিলিয়াস রোড এবং ইস্টার্ন বাইপাসের রাস্তা সম্প্রসারণ ও মেরামতির কাজ করবে কেএমডিএ। এছাড়াও, ভবিষ্যতে আবর্জনা ব্যবস্থাপনার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে দ্রুত ও কার্যকরভাবে ময়লা অপসারণ করা যায়।

{link}

অন্যদিকে, বেলগাছিয়ার ভূমি-ধস দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলাশাসক পি দীপাপ প্রিয়া, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এবং হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে চেক তুলে দেন। সম্পূর্ণভাবে ধসে যাওয়া ৬০টি পরিবারকে ১৫ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। এখন পর্যন্ত ২৬০টি ক্ষতিগ্রস্ত বাড়ি চিহ্নিত হয়েছে, যার মধ্যে ১১৩টি পরিবারকে এদিন আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। জেলাশাসক জানান, ভাগাড় সংলগ্ন এলাকা ছাড়তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আগ্রহী নয়। তবে, মাটি পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত এক সপ্তাহের জন্য তাদের স্কুলে থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশের একটি ক্লাব ভবন এবং স্কুল সংলগ্ন একটি বাড়িকে সংস্কার করে তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের বিষয়ে ভাবছে, যাতে তারা নিরাপদ স্থানে স্থায়ীভাবে বসবাস করতে পারে।

{ads}

News Breaking News Howrah Belgachia Howrah Municipality সংবাদ

Last Updated :