header banner

Howrah Municipality : হাওড়া পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের দূরবস্থা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : হাওড়া পৌরসভার (Howrah Municipality) ভাড়ারের অবস্থা 'ভাঁড়ে মা ভাবনী।' কিছুতেই সামলে উঠতে পারছে না। নির্বাচন সামনে। তাই কর বাড়ানোর ঝুঁকি নিচ্ছে না। ফলে মিলছে না বেতন, অর্থের অভাবে সংসারে দেখা দিয়েছে অচল অবস্থা! অথচ নিজেদের দায়িত্ব পালনে অনড় ওরা। নিজেদের দুঃখ দুর্দশার কথা জানাতে গিয়ে চোখের কোণ চিকচিক করে গড়িয়ে পড়ল জল।

{link}

বুকে একরাশ যন্ত্রণা নিয়ে স্বাস্থ্যকর্মীর পোশাক গায়ে চাপিয়ে হাতে লিফলেট, পেন, খাতা নিয়ে মানুষকে সচেতন করছে ওরা। স্বাস্থ্য বিভাগের নির্দেশ মতো শহরবাসীকে সুস্থ রাখতে নিশ্চিদ্র অভিযান ওদের। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছেন সতর্কবার্তা। কিন্তু নিজেদের কষ্ট কে বুঝবে। বুকে পাথর চাপা কষ্ট নিয়ে কর্তব্যরত হাওড়া পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। পরপর কয়েক মাসের বেতন আটকে সমস্যা।

{link}

সমস্যা এই প্রথম নয়, একাধিক বার সামনাসামনি হয়েছেন তাঁরা। কেন এমন হচ্ছে তাদের সঙ্গে, তার উত্তর মিলছে না। এই কাজই তাদের সম্বল, তাই কাজ থেকে সরেও দাঁড়াতে পারছেন না। সমস্যার কথা জানানো হয়েছে। কিন্তু সম্পূর্ণ সমাধান মেলেনি বলেই অভিযোগ। এই চড়া মূল্যের বাজারে সামান্য বেতনের চাকরি পরিবারের একমাত্র সম্বল। তাতেই কোনও রকমে জোটে দুবেলা দুমুঠো খাবার, সন্তানের লেখাপড়া থেকে চিকিৎসা খরচ। এ যেন নুন আনতে পান্তা ফুরিয়ে যাবার অবস্থা। হাওড়া পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের দূরবস্থা।

{ads}

News Breaking News Howrah Municipality সংবাদ

Last Updated :