নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: জোড়া খুনে ব্যাপক চাঞ্চল্য দিনহাটার উত্তর বড় শাকদল এলাকায়। পারিবারিক বিবাদের জেরে খুন বলে মত স্থানীয় বাসিন্দাদের। পুলিস সূত্রে খবর, দিনহাটা উত্তর বড়শকদলের ধুবারঘাট এলাকায় এক ব্যক্তি ও তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার হয়। মৃত দুজনের নাম বাবু সরকার ও চন্দনা বর্মন। খবর পেয়ে গতকাল রাতে সেখানে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ। উপস্থিত হন মহকুমা পুলিশ আধিকারিক প্রদীপ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মৃত দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে আসে সাহেবগঞ্জ থানায়। সম্পূর্ন ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাঝে মাঝেই বাবু সরকারের পারিবারিক বিবাদ লেগেই থাকত নিজের ভাই ভাইপোদের সাথে। গত কাল পরিবারের সদস্যদের সাথেও বেশ কিছু ঝামেলা হয় বলে জানা গিয়েছে এরপরই রাতের বেলায় স্বামী-স্ত্রীর মৃতদেহ পাওয়া যায়। সংশ্লিষ্ট এলাকায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে মৃতদেহ নিয়ে। আদৌ আত্মহত্যা নাকি খুন তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে পরিবারের লোকজন। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সাহেবগঞ্জ থানার পুলিশ।
{ads}