header banner

নিশ্চিন্দা সাঁপুইপাড়ায় ভয়াবহ দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ঘাতক গাড়িটিকে আটক করল পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: গতকাল বালির নিশ্চিন্দা সাঁপুইপাড়ায় ভয়াবহ দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ঘাতক গাড়িটিকে আটক করল পুলিশ। নিশ্চিন্দা থানার সূত্রে খবর, শুক্রবার রাতেই গাড়িটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর ওই যুবকরা বিলাসবহুল গাড়িটি ফেলে পালিয়েছিল। তবে, অভিযুক্ত গাড়ি চালক সহ গাড়িতে থাকা অন্য যুবকদের খোঁজ চলছে। বেশ কিছু সিসিটিভি ফুটেজে গাড়িটি যাওয়ার ভিডিও প্রকাশ্যে এনেছে নিশ্চিন্দা থানার পুলিশ।

{link}
উল্লেখ্য বিষয়, গতকাল সকালে বালির নিশ্চিন্দার সাঁপুইপাড়ায় ঘটে ওই মর্মান্তিক ঘটনা। মেয়েকে নিয়ে স্কুলে যাবার পথে পিছন দিক আসা একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় স্বামীর টোটো থেকে রাস্তায় ছিটকে পড়ে প্রাণ যায় সুপ্রিয়া সাহা (২৯) নামের এক মহিলার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন টোটোর পিছনে এসে বেপরোয়া গতিতে ধাক্কা মেরেছিল একটি মহেন্দ্রা গাড়ি। এরপর ওই মহিলা টোটো থেকে ছিটকে গাড়ির নিচে চলে গেলে ওই গাড়ি তাঁকে পিষে দিয়ে বেরিয়ে যায়। মহিলার শিশু কন্যাও রাস্তায় পড়ে জখম হয়। স্থানীয় মানুষের অভিযোগ, এভাবে প্রতিদিনই বেপরোয়া গতিতে মদ্যপ কিছু যুবক বিলাসবহুল গাড়ি নিয়ে যাতায়াত করে। তাদের বেয়াদবির জন্যই ঘটে গেল মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা। স্থানীয় মানুষের আরও অভিযোগ, এই যুবকরা প্রতিদিনই এভাবে গাড়ি নিয়ে রাস্তায় চলাচল করে। তাদের বারণ করা সত্ত্বেও তারা কোনও কথায় কর্ণপাত করেনি। যদিও, শেষপর্যন্ত নিশ্চিন্দা থানার পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে। গাড়ির চালক সহ যে যুবকরা সে সময় গাড়িতে ছিল তাদের খোঁজেও তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। এখন কতক্ষনে ধৃতেরা গ্রেফতার হয়, তাই দেখার বিষয়। 
{ads}

news Nischinda accident Howrah West Bengal সংবাদ

Last Updated :