header banner

দক্ষিন ২৪ পরগনায় আগামী ৩ মাস বাজি তৈরি , মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা পুলিশের

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ প্রগনা: এগরায় দশজন ও বজবজ মহেশতলায় বাজি বিস্ফোরণে তিনজনের মৃত্যু ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নড়েচড়ে দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনের আধিকারিকরা। বারুইপুরের  চাম্পাহাটির হাড়ালে আগামী তিন মাস বাজি তৈরি, বাজি মজুদ ও বাজি বিক্রি সম্পুর্ন নিষিদ্ধ। আতশবাজি অ্যাসোসিয়েশনের অফিসে এমনি কড়া নির্দেশ দেন এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস ও আইসি বারুইপুর সৌমজিৎ রায়। এই এলাকার প্রায় চল্লিশ হাজার মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। এই ফতোয়া জারির পর থেকেই এখানে প্রায় দেড়শো বাজির দোকান বন্ধ হয়ে গেল।

{link}

পুলিশের পক্ষ থেকে এসডিপিও বারুইপুর ও আই সি বারুইপুরের  নেতৃত্বে ব্যাপক হারে নিষিদ্ধ বাজি ও অবৈধ্য কারখানার বিরুদ্ধে অভিযানও  চালানো হয়। অভিযান চালিয়ে ইতিমধ্যে বারো হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। হাড়ালের প্রখ্যাত বাজি ব্যবসায়ী অর্জুন মন্ডল জানান , এগরা-মহেশতলার ঘটনার জেরে এই ফতোয়া জারি করা ঠিক নয় । কারণ যারা অবৈধ ভাবে নিষিদ্ধ বাজি তৈরী ও বিক্রি করছে তাদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালালে কোনো ক্ষতি নেই । প্রয়োজনে পুলিশকে সহায়তা করা হবে । কিন্তু যারা বৈধ ভাবে এই ব্যবসা চালাচ্ছে ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করে দেখা উচিত প্রশাসনের । কারন দীর্ঘ ছ-দশক ধরে হাড়াল সহ আশপাশের বেগমপুর , কাঁটাখাল , পুঁরি সহ বিভিন্ন গ্রামে এই ব্যবসায় জড়িয়ে পড়েছে হাজার-হাজার পরিবার । তাদের দিকটাও দেখা উচিত ।

{ads}

news South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :