শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : 'পুলিশ শাসকের দলদাসে পরিনত হয়েছে' বিরোধীদের এই অভিযোগ দীর্ঘ দিনের। এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার একটা জীবন্ত উদাহরণ সামনে আনলেন। সুকান্তর পোষ্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে কলকাতার পুলিশ বিভাগের এক সিনিয়র অফিসার বাপ্পাদিত্য নস্কার তৃণমূলের রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দিয়েছেন।
{link}
তাঁকে বলতে শোনা যাহা, 'আমাদের সবারই একটাই লক্ষ্য, মা মাটি মানুষের সরকারের একটাই লক্ষ্য, জনগণের উন্নয়ন। যতদিন আপনারা চাইবেন, ততদিন আমরা আপনাদের পাশে আছি। সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলুন কি সামাজিক ক্ষেত্রে... যে কোনও সমস্যায়... আমরা একযোগে পথ চলব।' এই ঘটনার পরেই নেগরিক মহলে নিন্দার ঝড় উঠেছে। ওদিকে বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার বলেছেন,'অবিশ্বাস্য! কলকাতা পুলিশের সিনিয়র অফিসার বাপ্পাদিত্য নস্কর প্রকাশ্যে শাসক তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। পশ্চিমবঙ্গ পুলিশের নিরপেক্ষতা কোথায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব কতটা গভীরভাবে ছড়িয়ে পড়েছে যে কর্মকর্তারা এখন প্রকাশ্যে শাসক দলের পাশে দাঁড়িয়ে আছেন? এই ধরনের পক্ষপাতিত্বই প্রমাণ করে দেয় যে কীভাবে অনুগতদের ব্যবহার করে রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ভয় দেখানো হয়।'
{link}
এর পরেই কিছুটা যেন ধমকের সুরে সুকান্ত বলেন, 'ভোটে তো আমাদের তৃণমূলের সঙ্গে লড়াই নয়, পুলিশের সঙ্গে লড়াই। পুলিশ সরিয়ে দিলে ১৫ মিনিটও তৃণমূল কংগ্রেস বলে কোনও দল থাকবে না। পুলিশকে বলতে চাই, পরিষ্কার করে শুনে রাখুন, সময় আসছে। মনে রাখবেন, চিরকাল কারও সমান যায় না।'
{adfs}