header banner

পূর্ব বর্ধমানে গনধর্ষনে অভিযুক্ত গ্ৰেফতার চারজনকে জেলা আদালতে পেশ করল পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: গত বুধবার রাতে পূর্ব বর্ধমানের আউশগ্রামে আদিবাসী মহিলার উপর গণধর্ষণের অভিযোগে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিশ।  শুক্রবার রাতে এদের প্রত্যেকের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার এদের মেডিকেল পরীক্ষার পর বর্ধমান আদালতে তোলা হয়েছে। ধৃতদের নাম হলো; দেবাই সরেন, মঙ্গল হেমব্রম, মঙ্গল হেমব্রম,সোম মূর্মু। প্রথম তিনজনের বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামের যদুগোড়িয়ায়, চতুর্থজনের বাড়ি গলসীর লোয়াপুরে। এদের বিরুদ্ধে আই পি সি ৩৭৬ ডি ধারায় মামলা করেছে পুলিশ।

{link}

কিছুদিন পূর্বে এই ব্যাক্তিদের বিরুদ্ধে পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলে এক মাঝবয়েসী আদিবাসী  মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। জানা গেছে; বুধবার  গভীর রাতে ওই মাঝবয়েসী মহিলা প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে গিয়েছিলেন। জায়গাটি বননবগ্রামের কাছে। তখনই কয়েকজন  দুস্কৃতী তাকে আক্রমণ করে। আক্রমণকারীরা তাকে গণধর্ষণের পর ফেলে যায় বলে অভিযোগ। নির্যাতিতাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে। নির্যাতিতার বয়ান নিয়ে তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। শুক্রবার দুপুরে বর্ধমান হাসপাতালে আসেন জেলার উচ্চপদস্থ পুলিশ অফিসাররা।তারা নির্যাতিতা মহিলার সাথে কথা বলেন। বছরখানেক আগেও ওই এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই নিয়ে ক্ষোভ রয়েছে এলাকায়।

{ads}

news East Midnapore police Crime Rape West Bengal সংবাদ

Last Updated : 2 years ago