header banner

vegetables : বৃষ্টিতে শাকসবজির দাম আকাশ ছোঁয়া

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :   অবশেষে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। কিন্তু তাতেও যেন নিস্তার নেই আম-জনতার! তাপমাত্রার পারদ চড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে ফলমূল ও সবজির দাম। বাজারে গেলে দামের ছ্যাঁকায় হাত পুড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের।

{link}

আলু পেয়াজ শাকসবজির (vegetables)দাম বেশি হওয়ার কারণে খরিদ্দারের আনাগোনা কম। আদা ও রসুনের দাম কিছুটা কমলেও রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দর একশ টাকা ছুঁয়েছে। এই প্রসঙ্গে সবজি বিক্রেতারা জানিয়েছেন প্রতিবছর বর্ষাকালে (Monsoon) আলু পেঁয়াজ শাকসবজির দাম বেশি থাকে। বর্ষাকাল চলছে সেই কারণে এই বছরও অন্যান্য বছরের মতো শাকসবজি আলু পেঁয়াজের দাম বেশি।

{link}

এই  পণ্যগুলি ছাড়াও প্রায় প্রতিটি পণ্যের দামই কমবেশি বাড়তি। দাম বেশি হওয়ার কারণে ক্রেতার আনাগোনা একটু কমেছে । খুচরা বিক্রেতারা বলেছেন, ঈদে (Eid) পেঁয়াজের চাহিদা বেড়েছিল। ছুটি ও বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় দাম নতুন করে বেড়েছে। সবজি বিক্রেতারা জানাচ্ছেন বর্ষাকাল চলে গেলেই আবার স্বাভাবিক হয়ে যাবে শাক সবজির দাম।

{ads}

News Breaking News West Bengal Market Vegetable Rain Potato Onion vegetable seller Monsoon Eid Expensive সংবাদ

Last Updated :