header banner

DA : প্রকাশ্যে এলো রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো পশ্চিমবঙ্গ ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট। ইউনিটি ফোরামের তরফে শ্রী দেবপ্রসাদ হালদারের করা একটি জনস্বার্থ মামলার (RTI) জবাবে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) অন্তর্বর্তীকালীন রায়ের ভিত্তিতে রাজ্য সরকারকে এই রিপোর্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। আসুন, এই ঐতিহাসিক রিপোর্টের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি এবং রাজ্য সরকারি কর্মচারীদের উপর তার সম্ভাব্য প্রভাব সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

{link}

* ষষ্ঠ বেতন কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ-

মহার্ঘ ভাতা (DA): কমিশনের মতে, রাজ্য সরকার তার আর্থিক সংস্থান বিচার করে কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ নির্ধারণ করবে। অর্থাৎ, ডিএ দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে।

* সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার সর্বভারতীয় মূল্যবৃদ্ধি সূচক (All India Consumer Price Index – AICPI) অনুসরণ করতে বাধ্য থাকবে না। এর ফলে, কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার যে দাবি রাজ্য সরকারি কর্মীরা করে আসছিলেন, তা কার্যত খারিজ করে দেওয়া হয়েছে।

{link}

* কমিশন বাড়ি ভাড়া ভাতা (HRA) ১৫% থেকে কমিয়ে ১২% করার সুপারিশ করেছে। এই রিপোর্ট প্রকাশের ফলে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যেমন রিপোর্টের স্বচ্ছতা নিয়ে কৌতুহল মিটেছে, তেমনই মহার্ঘ ভাতা সংক্রান্ত সুপারিশে অনেকেই হতাশ। AICPI অনুসরণ না করার সুপারিশ কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার আইনি লড়াইকে আরও কঠিন করে তুলবে বলে মনে করা হচ্ছে। তবে, এই রিপোর্টটি যেহেতু এখন একটি আইনি নথি, তাই এর ভিত্তিতেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে এবং পরবর্তীকালে এই পে কমিশনের এইরূপ ডিএ নিয়ে রিপোর্টের বৈধতা নিয়েও আবার আদালতের লড়াই দেখতে হতে পারে।

{ads}

News Breaking News West Bengal DA সংবাদ

Last Updated :