header banner

Gorumara : গরুমারা জঙ্গলে শুরু হচ্ছে গন্ডার শুমারি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গরুমারা জঙ্গলে শুরু হচ্ছে গন্ডার শুমারি। গন্ডারের সংখ্যা বাড়বে আশায় বন দফতর (Forest Department)। আগামী ৫ এবং ৬ই মার্চ শুরু হচ্ছে গন্ডার শুমারি। গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা এবং চাপড়ামারী জঙ্গলে শুরু হবে গন্ডার শুমারি। গন্ডার শুমারী চলাকালীন পর্যটকদের জন্য বন্ধ থাকবে জঙ্গল। শেষ গন্ডার শুমারি হয়েছিল ২০২২ সালে। সে সময় গরুমারায় গন্ডারের সংখ্যা ছিল ৫৫ টি।আর এবার গন্ডারের সংখ্যা বাড়তে পারে বলে আশায় বন দফতর ।

{link}

এই গন্ডার শুমারি উপলক্ষে রবিবার থেকে দুইদিনের প্রশিক্ষণ শিবির শুরু হল গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। প্রথম দিনে বনকর্মী, বনসুরক্ষা কমিটির সদস্যদের প্রশিক্ষণ হয়। আগামীকাল দ্বিতীয় তথা শেষ দিনে পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম দিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ডিএফও গরুমারা দ্ধিজপ্রতীম সেন, জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও বিকাশ ভি, বৈকুণ্ঠপুর বনবিভাগের ডিএফও রাজা এম সহ বনদপ্তরের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

{link}

এবিষয়ে গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্ধিজপ্রতীম সেন বলেন," প্রায় ত্রিশটির বেশি টিম এই সুমারির কাজ করবেন। ট্র্যাপ ক্যামেরা এবং কুনকি হাতির সাহায্যে চলবে এই গন্ডার সুপারি।যে দুইদিন গন্ডার সুমারি চলবে সেই দুইদিন পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ থাকবে। এর আগের গন্ডার শুমারিতে প্রায় ৫৫ টি গন্ডার দেখা গিয়েছিল। তবে এবার এই সংখ্যা বাড়বে বলে আশা করছি।"

{ads}

News Breaking News Gorumara National Park rhinoceros সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article