header banner

Digha : পূর্ণিমার কোটালে উত্তাল দিঘার সমুদ্র

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে বৃষ্টি হচ্ছে। একদিকে পূর্ণিমা সঙ্গে কোটাল। ফলে দীঘা তাজপুর (Tajpur) মন্দারমণিতে (Mandarmani) ব্যাপক জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। জল ঢুকে ক্ষতিগ্রস্ত দোকানপাট। আতঙ্কিত এলাকাবাসী। মেরিন ড্রাইভ সম্পন্ন হয়ে গেলেও পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) শঙ্করপুর (Shankarpur) তাজপুর এলাকার কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে।

{link}

সমস্যায় উপকূল এলাকা, আতঙ্কে দিন কাটাচ্ছে  বাসিন্দাদের একাংশের। যাঁরা তটবর্তী এলাকায় থাকেন, তাদের অনেকের ঘরেই ঢুকে পড়েছে নোনা জল। পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর , তাজপুর পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন। সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গিয়েছে। স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন।

{link}

প্রশাসনের কাছে সাহায্য চাইছেন স্থানীয় বাসিন্দারা (Local residents)। একদিকে সমুদ্রের পাড় ভেঙে চলেছে। পূর্ণিমার কোটাল থাকায় কার্যত উত্তাল হয়েছে দিঘার (Digha) সমুদ্র। আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ গাছ এবং সমুদ্রের পাড় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। আয়লার সময় এই এলাকার প্রায় কয়েক কিলোমিটার সমুদ্রের জলে ভেসে গিয়েছিল, কয়েক লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন। মাথার ওপর ছাদটুকু হারিয়েছিল কয়েক হাজার পরিবার।

{ads}

 

News Breaking News West Bengal Digha Tajpur Purba Medinipur Mandarmani Shankarpur Local residents সংবাদ

Last Updated :