header banner

Jharkhand: দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া ঝাড়খণ্ডে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নারী নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। হাজার বছর আগে যখন সমাজ পুরুষ শাসিত হওয়া শুরু করে, তখন কিন্তু এভাবে নারী নির্যাতন হতো না। আমরা যত আধুনিক হচ্ছি ততই বাড়ছে নারী নির্যাতন। তা আবার নিজের দীর্ঘদিনের প্রেমিকাকে হত্যা করা। লিভ-ইন পার্টনারকে (Live-in partner) খুন করে ৪০-৫০ টুকরো করল যুবক।

{link}

শুধু তাই নয়, তাঁকে ধর্ষণও করেছে সে খুনের আগে। তারপর ফেলে দেয় জঙ্গলে। নারকীয় এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) কুন্তি (Khunti) জেলায়। ঘটনাটি নারকীয় তাতে সন্দেহ নেই। সুস্থ কোনো মানুষ এভাবে কাউকে খুন করতে পারে তা কল্পনার বাইরে। জানা যাচ্ছে, ২৪ নভেম্বর জরিয়াগড় থানা এলাকার জোরদাগ গ্রামের কাছে একটি জঙ্গলে মানবদেহের কাটা অংশ মিলেছিল। একটি কুকুরকে দেখা গেছিল সে খাচ্ছে সেগুলি। তারপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

{link}

অবশেষে গ্রেফতার করা হয় ২৫ বছর বয়সি নরেশ ভেংড়া নামের এক যুবককে। তখন পুলিশ জানতে পারে, অন্তত ১৪ দিন আগে নিজের লিভ-ইন পার্টনারকে ধর্ষণ করে খুন করে তাঁর দেহ টুকরো করে ফেলে দিয়েছিল সে। পুলিশ স্তম্ভিত ওই যুবকের কান্ড দেখে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই যুবক তার লিভ-ইন পার্টনারকে না জানিয়ে অন্য এক মহিলাকে বিয়ে করেছিল। আর এখন থেকে শুরু হয় দু'জনের গন্ডগোল। আর তার পরিনাম হলো ভয়ঙ্কর।

{ads}

News Breaking News Jharkhand Khunti Live-in partner Murder Rape সংবাদ

Last Updated :