শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এবার সম্ভবত পূর্ণমকে ছাড়তে বাধ্য হবে পাকিস্তান (Pakistan)। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে এক পাকিস্তান রেঞ্জার্স জওয়ানকে আটক করে ভারতীয় বিএসএফ (BSF)। সেই সংবাদ পাওয়ার পর থেকেই আশার আলো দেখছেন রিষড়ার বিএসএফ জওয়ানের পরিবার।
{link}
এতদিন ফ্ল্যাগ মিটিংয়ে উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান। এবার অন্তত পূর্ণমকে ছাড়ার ব্যাপারে উৎসাহী হবে। এমনটাই মনে করছে পূর্ণনামের স্ত্রী-সহ পরিবারের লোকজনেরা। বারো দিন হয়ে গেল, এখনও পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। কিন্তু তাকে ছাড়ার ব্যাপারে কোনো উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান। এর মধ্যেই নাটকীয়ভাবে একটি অন্য ঘটনা ঘটে যায়। ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় এক পাক রেঞ্জর্সকে আটক করে ভারতীয় জওয়ন। শনিবার পাক রেঞ্জার্সের জওয়ান বিএসএফ-এর হাতে আটক হওয়ায় এবার অন্তত তাঁকে দিয়ে পূর্ণমকে ছাড়াতে পারবে বিএসএফ, মনে করছেন ভারতীয় জওয়ানের স্ত্রী রজনী সাউ।
{link}
জওয়ানের স্ত্রী ছেলে ও পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে পাঠানকোট গিয়েছিলেন। সেখানে বিএসএফ-এর ২৪ নম্বর ব্যাটেলিয়নের সিও-র সঙ্গে কথা বলেন। বিএসএফ আশ্বস্ত করে তাঁদের, কয়েকদিন ধৈর্য ধরতে। পূর্ণমকে ফিরিয়ে আনার ব্যাপারে সব রকম চেষ্টা চলছে বলে জানানো হয়। এবার সম্ভবত পাক রেঞ্জর্সকে ছেড়ে দেওয়ার শর্তে তারা পূর্ণমকে মুক্তি দেবে।
{ads}