header banner

বাজি কারখানার আড়ালে বোমা মজুদ করেছিল তৃণমূল, এগরা প্রসঙ্গে বিস্ফোরক নওসাদ

article banner

সুদেষ্ণা মন্ডল , ডায়মন্ডহারবার : এগরাতে বোমা বিস্ফোরণে মৃত ৭ আর এই প্রসঙ্গে ডায়মন্ড হারবার থেকে বিস্ফোরক মন্তব্য করলেন ভাঙড় বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার ডায়মন্ড হারবারে স্টেশন বাজারে সামনে  আইএসএফের সভা থেকে নওশাদ সিদ্দিকী বলেন নকশা সিদ্দিকী বলেন বাজি কারখানা হিসেবে দেখানো হচ্ছে কিন্তু বাজি কারখানার আড়ালে বোমা মজুমদার ছিল রাজ্যের শাসক দল। তদন্ত করে দেখলে সত্যতা বেরিয়ে আসবে কিন্তু সেই তদন্তের হাত থেকে বাঁচতে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দিয়ে তদন্তের মোর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। পঞ্চায়েত ভোটের আগে নিজেদের ক্ষমতা ধরে রাখতে এইরকম অর্থশাস্ত্র মজুদ করছে রাজ্যের শাসক দল। আমরা আতঙ্কে আছি আদহ পঞ্চায়েত নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে তা জানা নেই। প্রশাসনকে কাজ করতে দিচ্ছে না রাজ্য সরকার প্রশাসনকে ভোঁতা করে রেখেছেন। প্রশাসনকে যদি সুষ্ঠুভাবে কাজ করতে দিত তাহলে ২৪ ঘন্টার মধ্যে রাজ্যের সমস্ত জায়গা থেকে বোম ও আগ্নেয়স্ত বেরিয়ে আসবে। ক্ষতিপূরণ কোনো মৃত্যুর সমস্যা সমাধান নয় । মুখ্যমন্ত্রীর উচিত সত্য ঘটনার উদঘাটন করে মানুষকে জানানো। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব হচ্ছে এই ঘটনা কেন ঘটেছে তার সঠিক তদন্ত করা। আসল খবরকে চাপা দেয়ার চেষ্টা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী।

{link} 

আরাবুলের মন্তব্য প্রসঙ্গে বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, এরা সব কুকথা রাজনীতি করছে এদের দলের যে যত বেশি কথা বলবে সে ততই বড়ো নেতা হবে। এই কুরুচিকর মন্তব্য। নিজেদের মধ্যে দৌড় শুরু হয়ে গিয়েছে। আমি চাই এই রকম কুরুচিকর মন্তব্যে রাজনীতি বন্ধ হোক। আমি ইতিমধ্যেই বারুইপুর এসপির কাছে এই মন্তব্য নিয়ে একটি অভিযোগ জানিয়েছে। তৃণমূলের কর্মীরা আমাকে প্রাণে হত্যা করতে চায়। সাধারণ মানুষের ডিএ নিয়ে আমি আন্দোলন করি। ২০১০ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সরকারের রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে দেয়ার ক্ষমতা নেই সেই সরকার ক্ষমতায় থাকায় কোন প্রয়োজন নেই। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না। এছাড়াও একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারকে বিধলেন ভাঙরের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। যদি আইএসএফ পঞ্চায়েতের সুযোগ পায় তাহলে সরকারি পরিষেবার সুযোগ সুবিধা সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। আজকের এই সভা কে কেন্দ্র করে ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইলেন ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলনের নাম আর হুঁশিয়ারি দিলেন এই সভা থেকে।

{ads}

news Egra Naushad West Bengal সংবাদ Egra blast

Last Updated :