header banner

Samik Bhattacharya : রাজ্য বিজেপিতে শুরু হয়েছে শমীক পর্ব

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : রাজ্য বিজেপিতে শুরু হয়েছে শমীক (Samik Bhattacharya) পর্ব। নতুন অধ্যায়, নতুন নীতি। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেও রাজনৈতিকভাবেই লড়াই করবেন। কারণ ব্যক্তিগত আক্রমণে তিনি বিশ্বাসী নন। একইসঙ্গে বলেন, সংখ্যালঘুদেরও বুঝতে হবে যে বিজেপি (BJP) তাদের শত্রু নয়।

{link}

অর্থাৎ হিন্দুত্ববাদের জিগির তোলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উলটো পথেই হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। বিজেপির ‘আদি’ নেতা শমীক বিধানসভায় একা বিজেপির গড় সামলেছেন। সেই শমীকই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করা রাজনীতির কাজ নয়। তিনি স্পষ্ট করে জানান,"মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান প্রতিদ্বন্দ্বী। তবে তাঁকে ব্যক্তিগত আক্রমণ রাজনীতির কাজ নয়। রাজনীতি মানে একটা মতাদর্শের সঙ্গে আরও একটি মতাদর্শের লড়াই। একটি কর্মসূচির সঙ্গে আরও একটি পালটা কর্মসূচির লড়াই।

{link}

একটা ভাবনার সঙ্গে আরও একটি ভাবনার লড়াই। এটাই রাজনীতি।” তবে শমীকের এই ভাবনাকে তাঁর দলেরই অনেকে মানেন না। সাম্প্রতিক অতীতে এর অনেক উদাহরণ রয়েছে। গেরুয়া শিবিরের বেশ কিছু নেতা, বলা ভালো ‘নব্য’ বিজেপির নেতারা একাধিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ। বোঝাই যাচ্ছে, শমীকে সেই দিকে হাঁটতে চাইছেন না।

{ads}

News Breaking News Samik Bhattacharya BJP Suvendu Adhikari সংবাদ

Last Updated :