header banner

Delhi : রেকর্ড ছাড়িয়ে গেল রাজধানীর তাপমাত্রা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দিল্লিতে রেকর্ড ভেঙে পারদ চড়ল ৫২.৩ ডিগ্রি সেলসিয়ার্সে (Delhi records highest ever temperature in India)। যেখানে গতকালও দিল্লির তাপমাত্রা ছিল ৫০ এর নিচে। বুধবার সেই তাপমাত্রা এবার ৫২ ডিগ্রি পার করল। রাজধানীর তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে গেল।

{link}

তাপমাত্রা স্পর্শ করল ৫২.৩° । এদিন অর্থাৎ বুধবার ৫০ ডিগ্রির উপরে উঠে গেল রাজধানীর তাপমাত্রা। ৫০ ডিগ্রি বললে ভুল হবে ৫২ ডিগ্রী ছাড়িয়ে গেল। তীব্র দহন জ্বালায় জ্বলছে রাজধানী দিল্লি। রেকর্ড পরিমাণ তাপমাত্রা স্পর্শ করল। এত ভয়ঙ্কর গরম গত একশো বছরেও অনুভূত হয়নি রাজধানীতে। গত একশো বছরের রেকর্ড ভেঙে দিল এই বছর।রাজধানী শহরে মঙ্গলবার তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৯.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা দিল্লির ইতিহাসে এই প্রথম। 

{link}

শুধু দিল্লি নয়, তার পাশাপাশি পাঞ্জাব,হরিয়ানা,চন্ডিগড়,মধ্যপ্রদেশেও অসহ্য গরমে নাজেহাল ।৫০.৫ ডিগ্রি, ৫০.৩ ডিগ্রি, ৪৯.৯ ডিগ্রি! দিল্লি, রাজস্থান, হরিয়ানা, পঞ্জাবের তাপমাত্রা যেন নিজের রেকর্ড নিজেই ভাঙছে। ভয়ংকর হারে বইছে তাপপ্রবাহ। বিশেষজ্ঞরা বলছেন, যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে খুব শীঘ্রই সর্বকালীন রেকর্ড গড়বে ভারতের তাপমাত্রা।

{ads}

News Delhi capital temperature Summer Delhi records Weather Update Weather Report Punjab Haryana Chandigarh Madhya Pradesh Rajasthan সংবাদ

Last Updated :