header banner

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে মানিকের পাশে নেই দল সাফ জানালেন পরিবহণ মন্ত্রী

article banner

নিজস্ব সংবাদদাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি-র  হাতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের পাশে দাঁড়াচ্ছে না দল। সাফ জানিয়ে দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। প্রভাবমুক্ত বিচারের জন্যই তৃণমূল কংগ্রেস অভিযুক্ত নেতাদের পাশে  দাঁড়াচ্ছে না বলে সাফ জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী। 

{link}
এই প্রসঙ্গে স্নেহাশিস চক্রবর্তী আরও বলেন, এর আগে শিক্ষা দপ্তরের নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায়কে দল সমস্ত দায়িত্ব থেকে সরিয়েছে। বিচার ব্যবস্থায় যেন কোন রকম রাজনৈতিক প্রভাব না পড়ে।  বিচারের মধ্যে দিয়ে যে রায় আসবে তৃণমূল কংগ্রেস  তাকে স্বাগত জানাবে। অভিযুক্তদের পাশে দল দাঁড়াচ্ছে না একথা ঠিক কিন্তু মুশকিল হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি কোন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করলেই মিডিয়া ট্রায়ালের নামে টিভি তে তাদের বিচার প্রক্রিয়া শুরু  হয়ে যাচ্ছে।  আমাদের দেশে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ার ক্ষমতা একমাত্র আদালতের আছে। সেজন্য রায়ের অপেক্ষায় আমরা থাকব।মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় দলীয় কর্মীদের  বিজয়া সম্মেলনে  বক্তব্য রাখতে এসে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাংবাদিকদের একথা গুলি বলেন। বর্তমানে দুর্নীতির দাগ থেকে গা বাঁচাতে তৃণমূল কংগ্রেস যে অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহন করছে তা কার্যত স্পষ্ট। সেই ইঙ্গিতই চোখে পড়ছে পরিবহণ মন্ত্রীর কথাতেও। 
{ads}

news TET Scam Manik Bhattacharya West Bengal TMC সংবাদ

Last Updated :