শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উপর ভরসা–আস্থা বাড়ছে দেশবাসীর ৷ অদূর ভবিষ্যতে দেশ চালানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রিত্বের প্রশ্নে দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান অনেকাংশের মানুষ৷ এটা কোনও কথার কথা নয়, ইন্ডিয়া টুডে গোষ্ঠীর কড়া এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য ৷
{link}
শুধু তাই নয়, সমীক্ষার রিপোর্ট বলছে, এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসের আসন বাংলায় ২৯ থেকে বেড়ে হবে ৩০ ৷ বিজেপির একটিও আসন বাড়ার কোনও সম্ভাবনা নেই ৷ তারা ১২তে আটকে থাকবে ৷ কংগ্রেস এবং সিপিএমের অবস্থা আরও শোচনীয় হবে ৷ ইন্ডিয়া টুডে গোষ্ঠীর সমীক্ষা অনুযায়ী ২০২৪ সালের অগাস্ট মাসে সমীক্ষা করা হয়েছিল দেশের এগিয়ে থাকা রাজনীতিবিদদের মধ্যে ৷
{link}
তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) যেখানে ছিলেন, ২০২৫ সালের সমীক্ষায় প্রায় দ্বিগুণ জনপ্রিয়তা ও ভরসা বেড়েছে তাঁর ৷ তাঁর মতো অভিজ্ঞ প্রশাসক এবং দক্ষ রাজনীবিদকেই দেশের শীর্ষে দেখতে চায় মানুষ ৷ দল হিসেবে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে লোকসভায় ৩০টি আসন পাওয়া মানে ২০২৬–এ বিধানসভা নির্বাচনে তৃণমূলের দুই–তৃতীয়াংশ আসন নিয়ে ফের বাংলার মসনদে ফেরাটা স্রেফ সময়ের অপেক্ষা ৷ যত দিন গড়াবে, তৃণমূলের আসনসংখ্যা বাড়বে ৷ উল্টোদিকে ক্রমশ তলানির দিকে এগোচ্ছে বিজেপি৷ নিশ্চিতভাবে বাংলায় তাদের আসন কমছে৷
{ads}