header banner

West Bengal: অস্বাভাবিক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য দেখা দিল

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :   রবিবার রাতে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিল। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার এক নম্বর জিপি জয়নগর গ্রাম পঞ্চায়েতের কেশবপুর গ্রামের ঘটনা। উল্লেখ্য পরিবারের চারজন সদস্যের তিনজনেরই অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

{link}

হাজী আফাজউদ্দিন মোহাম্মদ (৬১) এর ছেলে মোহাম্মদ কুতুবউদ্দিন (26), ছেলের স্ত্রী পারভিন বেগম (22) এবং শিশুকন্যা  মাহি খাতুন (3 ) এর মৃতদেহ ঘরের মধ্যেই পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করে। {link}

স্থানীয় মানুষের সন্দেহ জমি বিবাদকে কেন্দ্র করেই পারিবারিক অশান্তির জেরে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ সন্দেহজনক ভাবে মৃত মোহাম্মদ কুতুবুদ্দিনের বাবা হাজী আফাজউদ্দিন মোহাম্মদ (৬১) কে আটক করেছে।

{ads}

news breaking news murder crime West Bengal news Kolkata সংবাদ

Last Updated :