শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : উঃ ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাটে কৃষিক্ষেত্রে শুরু হলো ড্রোনের ব্যবহার - যা চমকে দিয়েছে অনেককে। কৃষিকাজের সুবিধার্থে অত্যাধুনিক প্রযুক্তির এগ্রিকালচার ড্রোন (Agriculture drone) সহ একাধিক আধুনিক সরঞ্জাম দিয়ে কৃষি কাজ করতে বসিরহাটের (Basirhat) সীমান্ত থেকে সুন্দরবনের কৃষকদের উৎসাহীত করতে বিশেষ কর্মশালার আয়োজন হল। রাজ্য সরকারের কৃষি দফতরের আর্থিক সহযোগিতায় বসিরহাটের সুন্দরবনের হাড়োয়া ব্লকে প্রথমবার এগ্রিকালচারাল ড্রোন টেকনোলজি আত্মপ্রকাশ করল।
{link}
এই অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে খুব সহজেই জমিতে পছন্দমতো উচ্চতা থেকে স্বয়ংক্রিয় ভাবে জলসেচ, রাসায়নিক সার, কীটনাশক ঔষধি ও অনুখাদ্য ইত্যাদি প্রয়োগ করা যাবে। যার ফলস্বরূপ কমবে চাষের খরচ এবং কৃষি শ্রমিকের চাহিদা। তবে এতে বেকারত্ব বাড়বে তাতে সন্দেহ নেই। কিন্তু আধুনিক প্রযুক্তিকে তো আর দূরে সরিয়ে রাখা যাবে না। এর ফলে কৃষিকার্য হবে পরিবেশবান্ধব, উচ্চ-ফলনশীল ও সার্বিকভাবে লাভজনক। সরকারি ভর্তূকিতে মেলা কৃষি যন্ত্রপাতি ব্যাঙ্কে ড্রোন ছাড়াও থাকছে ট্রাক্টর-ট্রলি, শক্তিচালিত চ্যাফ কাটার এবং পালভারাইজারের মতো বৈচিত্র্যময় কৃষি যন্ত্রের সমাহার। প্রসঙ্গত উল্লেখ্য, হাড়োয়া ব্লকে আরো দুটি সরকার স্বীকৃত কৃষক-সংস্থা এরকম যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র গড়ে তুলেছে।
{link}
সেখানে ট্রাক্টর, মিনি রাইস মিল ও রোটাভেটর প্রভৃতি যন্ত্রপাতি উপলব্ধ আছে। এতে যেমন স্থানীয় কৃষকরা নিজের জমিতে চাষের জন্য সুলভ মূল্যে প্ৰয়োজনীয় যন্ত্রপাতি ভাড়ায় নিয়ে ব্যবহার করতে পারবে। তেমনই সংশ্লিষ্ট কৃষক উৎপাদন গোষ্ঠীও অর্থনৈতিক ভাবে লাভের মুখ দেখবে। এদিন সেরকমই অত্যাধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী ও কৃষকদের সেই যন্ত্রের ব্যবহার সম্পর্কে বোঝাতে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয় হাড়োয়ার বাসাবাটিতে। কৃষি ক্ষেত্রে এই আধুনিক প্রযুক্তির প্রয়োগে কৃষকরা খুশি।
{ads}