header banner

দুর্গাপুরে দাপুটে তৃণমূল কর্মীর হুমকির ভিডিও হল ভাইরাল

article banner

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: তৃণমূল কর্মীর বন্দুক উঠিয়ে গুলি করে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল হওয়া নিয়ে তোলপাড় এলাকা। দলের কর্মী হলেও ছাড় পাবে না, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সোমবার দুর্গাপুর থেকে বললেন তৃণমূল ব্লক সভাপতি সুজিত মুখার্জি । পাণ্ডবেশ্বর থানার সোনপুর বাজারি এলাকার বাউরি পাড়ায় রবিবার রাতে এলাকার তৃণমূল কর্মী বলে পরিচিত শুভজিৎ মন্ডল আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করে বলে অভিযোগ। পুরোনো কোনো ঘটনার জেরে রবিবার রাতে আবার বচসা বাধে এলাকাবাসীদের সঙ্গে। অভিযোগ এই যে সেই সময় বন্দুক উঁচিয়ে গুলি করে দেওয়ার ভয় দেখায় শুভজিৎ মন্ডল। এলাকাবাসীরা শুভজিৎকে ধরে ফেলে। তারপর সেই বন্দুক কেড়ে নেয় এলাকার বাসিন্দারা। ভাইরাল ভিডিওতে এই দৃশ্য দেখা যাচ্ছে। পরে পুলিশ এসে বন্দুক উদ্ধার করলেও শুভজিৎ মন্ডল পালিয়ে যায়। 
{link}
এই নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা পার্থ পালের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে জনগনকে ভয় দেখানোর জন্যই এই ভাবে বন্দুক উঁচিয়ে তান্ডব করছে তৃণমূল। দুর্গাপুর ফরিদপুরের তৃণমূল ব্লক সভাপতি  সুজিত মুখোপাধ্যায়ের সাফাই এই ঘটনার সঙ্গে যে জড়িত তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। তৃণমূল কর্মী হলেও ছাড় পাবেননা তিনি। তিনি এও জানান যে এই নামের কনো কর্মী নেই তৃণমূলে তবুও বেপারটি খুঁটিয়ে দেখবেন তারা। তিনি এও বলেন যে ছবি যে কেউ তুলতে পারে যে কারো পাশে দাঁড়িয়ে যে কোন প্রোগ্রামে, তা দিয়ে এটা বিচার করা যায়না যে সে তৃণমূল কর্মী। তবুও দল এই ধরনের ঘটনায় কাউকে প্রশ্রয় দেবে না বলে জানান তিনি।
{ads}

Durgapur TMC BJP News Viral West Bengal সংবাদ

Last Updated :