header banner

আবহাওয়া খারাপ, গোলায় কোথায় জমে এক হাঁটু জল, ভিজে প্রতিমা, দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: প্রবল ব্যস্ততা, পুজোর মাত্র আর কটা দিন বাকি। দোড়গোড়ায় কড়া নাড়ছে মহালয়ার সূর্যদয়। এহেন অবস্থাতেই মৃৎশিল্পীদের ঠাকুর নির্মানের উঠানে কার্যত চোখেমুখে ভয়ের ছবি। কোথাও জমেছে হাঁটু অবধি জল, কোথাও প্লাস্টিকের আড়ালে উঁকি মারছে গনেশের বাহন ইঁদুর। একাধিক মাটির মূর্তি যায়গায় যায়গায় গলে গিয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টির ঝড়ো ইনিংস। টানা বৃষ্টির জেরে বিপাকে পড়েছে মৃৎশিল্পীরা। আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন পরই বিশ্বকর্মা পুজো আর এই বৃষ্টির জেরে অসমাপ্ত থেকে যাচ্ছে প্রতিমা গুলি। 

{link}
প্রতিমা সম্পন্ন করতে চিন্তার ভাঁজ পড়েছে পোটো পাড়ার শিল্পীদের মধ্যে। নিম্নচাপের জেরে শনিবার থেকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকাতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বৃষ্টির ফলে প্রতিমা শুকনো করতে বিপাকে পড়েছে মৃৎশিল্পীরা। দক্ষিণ ২৪ পরগনার এক মৃৎশিল্পী জানিয়েছে, গত দু'বছর করোনার জন্য তেমন একটা লাভের মুখ দেখতে পাইনি আমরা। এবছর ভেবেছিলাম গত দুবছরের ক্ষতি কিছুটা কাটিয়ে লাভের মুখ দেখবো। কিন্তু বৃষ্টির কারনে বিপুল সমস্যা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতের জেরে প্রতিমা অসমাপ্ত থেকে যাচ্ছে। কিছু কিছু প্রতিমা বৃষ্টির জলে নষ্ট হয়ে গিয়েছে। আবার নতুন করে সেই সকল প্রতিমা তৈরি করতে হবে কিন্তু হাতে আর সময় কার্যত নেই। এবছরও লাভের মুখ দেখতে না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে শিল্পীদের মধ্যে। যদিও আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে কিছুটা হলেও আবার উন্নতি ঘটবে। তবে দেখার বিষয় যে শেষ মুহূর্তে কতটা লাভের মুখ দেখতে পাবেন মৃৎ শিল্পীরা। উমা আসার প্রাক্কালে এখন শরতের ঝলমলে রৌদ্রজ্জ্বল আকাশেরই প্রার্থনা তার কাছে করছেন মৃৎশিল্পীরা।

{ads}

news weather Idol Ma Durga Durga puja West Bengal সংবাদ

Last Updated :