header banner

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমক, সকাল থেকেই হাওড়ায় শুরু রাস্তা ধুয়ে পরিস্কারের কাজ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: গতকাল নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে হাওড়ার রাস্তা ও আলো নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাস্তা জল দিয়ে ধুয়ে পরিষ্কার না হওয়ার জন্য যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন তিনি। কার্যত ধমকের শুরে সমস্যা সমাধানের নির্দেশ দেন। এরপরই নড়েচড়ে বসে হাওড়া জেলা প্রশাসন। রাতারাতি রাস্তায় নেমে সমস্যা খতিয়ে দেখেন পুলিশ প্রশাসন ও পুর আধিকারিকরা। 

{link}
সেই প্রভাবের কারনেই রাস্তা ধোয়ার জন্য আজ সকাল থেকেই নেমে পড়ে দমকল কর্মী ও পুর কর্মীরা। ড্রেনেজ ক্যানেল রোডে দমকল ও পুর কর্মীরা জল দিয়ে রাস্তা ধোয়ার পাশাপাশি গাছে জল দেন। আজ দুপুর একটা নাগাদ গুরুত্বপূর্ণ বৈঠক হয় ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডের অফিসে। উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি, পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠকের পর শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন শহরের উন্নয়নের জন্য সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে। রাস্তা ধোয়ার জন্য চারটি নতুন গাড়ি আজ থেকে রাস্তায় নামানো হয়েছে। তবে আগুন নেভানো ছেড়ে দমকল কর্মীদের কেনো রাস্তা ধোয়াতে নামানো হলো এ প্রশ্নের উত্তর এড়িয়ে যান চেয়ারম্যান। তবুও দীর্ঘকাল ঝোপঝাড় ও আগাছায় ছেয়ে যাওয়ার পর, পুনরায় হাওড়া শহরে সৌন্দর্যায়ন ফিরে আশায় খুশি হয়েছে স্থানীয় মানুষজনের একাংশ। রাস্তা পরিস্কার থাকাও প্রয়োজন বলেই মত শিক্ষিত সমাজের। 
{ads}

news Howrah West Bengal Mamata Banerjee সংবাদ

Last Updated :