header banner

দক্ষ ডুবুরি নামিয়ে শুরু হল বি গার্ডেন ইনটেক প্লান্টে গঙ্গার সাকশন পাইপ পরিষ্কারের কাজ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: এবার দক্ষ ডুবুরি নামিয়ে বি গার্ডেন ইনটেক প্লান্টে গঙ্গার সাকশন পাইপ পরিষ্কারের কাজ হলো হাওড়া পুরসভার উদ্যোগে। মঙ্গলবার ওই কাজের জন্য হাওড়ায় বি গার্ডেনের ইনটেক প্লান্ট পরিদর্শন করেন পুর আধিকারিকরা। হাওড়া শহরবাসীকে আরও ভালোভাবে জল সরবরাহ করার জন্য হাওড়া পুরসভার জলের দপ্তরের আধিকারিকরা মঙ্গলবার বি গার্ডেনের ইনটেক প্ল্যান্ট পরিদর্শন করেন। এর নেতৃত্বে ছিলেন হাওড়া পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী।

{link}

মঙ্গলবার সেখানকার দুটি মেন পাইপ লাইন ও পাইপ লাইনের মুখে জালের কাছে আবর্জনা পরিষ্কার করা হয়। সৈকত চৌধুরী জানান, এই কাজ নদীর ভাটার সময় দক্ষ ডুবুরি দিয়ে করা হলো। বছরে চারবার অর্থাৎ প্রতি তিন মাস অন্তর এই পাইপ লাইন পরিষ্কার করা হয় বলে জানান তিনি। তিনি বলেন, এখান থেকেই জল যায় পদ্মপুকুর প্লান্টে। সেখানে এই জল পরিশুদ্ধ করে হাওড়া শহরের সব ওয়ার্ডে সরবরাহ করা হয়।

{ads}

news Howrah West Bengal B Garden সংবাদ

Last Updated :