header banner

Nabadwip :নবদ্বীপের ফেরিঘাটের জেটিতে শিশুসহ পদপিষ্ঠ একাধিক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: নবদ্বীপের ফেরিঘাটের জেটিতে শিশুসহ পদপিষ্ঠ একাধিক। দোল পূর্ণিমা উপলক্ষে কয়েক হাজার ভক্তকে নিয়ে কেশবজী গৌড়ীয় মঠের নগর পরিক্রমা ঘাট পার হয়ে স্বরুপগঞ্জ যাওয়ার পথে নবদ্বীপ ফেরিঘাটের জেটিতে ভিড়ের চাপে পদপৃষ্ট হয়। ঘটনায় আহত হয় শিশু ও মহিলা সহ একাধিক মানুষ।পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে।সেখানেই বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও একটি ১০ বছরের শিশু ও ৩ মহিলা সহ ৫ জনকে ভর্তি করা হয়। সামগ্রিক ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। বেশ কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় নবদ্বীপ স্বরূপগঞ্জ ফেরিঘাটে। তবে ঘটনায় প্রাণহানির কোন খবর নেই।

{ads}

News Nabadwip Gaudiya Math Festival সংবাদ

Last Updated : a year ago