header banner

নাম নেই আবাস যোজনায়, আশা কর্মীর বাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: নাম নেই আবাস যোজনায়, ক্ষোভে ফেটে আশা কর্মীর বাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তালিকা পরিবর্তন করে নায্য আবাস যোজনার তালিকার দাবিতে অনড় স্থানীয়েরা। তাদের অভিযোগ যাদের বাড়ি রয়েছে, পুনরায় তাদেরই লিস্টে নাম দেওয়া হয়েছে। এহেন দুর্নীতি কখোনই মেনে নেওয়া যায় না।

{link}

আবাস যোজনার ঘর নিয়ে দিকে দিকে বিক্ষোভের ঘটনা নতুন নয়। আশাকর্মীর বাড়ি ঘিরে বিক্ষোভ  দক্ষিণ  ২৪ পরগণার বাসন্তী থানার চুনাখালি গ্রাম পঞ্চায়েতের মতিসর্দার পাড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, আশাদিদি যারা ঘর পাওয়ার কথা তাদের নাম বাদ দিয়ে যারা ঘর পাওয়ার যোগ্য নয় তাদের নাম দিয়েছেন। আরো অভিযোগ, রাতের অন্ধকারে বেশকিছু লোকের থেকে টাকা ও আধার কার্ড নিয়ে তাদের নাম দিয়েছেন। তাদের বক্তব্য, পুনরায় সার্ভে করে যারা ঘর পাওয়ার যোগ্য তাদের ঘর দিতে হবে, না তারা আরো বড়ধরনের বিক্ষোভ দেখাবেন। এ বিষয়ে আশাকর্মী হেলেনা বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার কাজ দিদিমনির সঙ্গে থেকে ঘর দেখিয়ে দেওয়া, আমি সেটাই করেছি। কিভাবে নাম বাদ গেলো সেটা বলতে পারবোনা। আমি চাই পুনরায় সার্ভে করে যারা ঘর পাওয়ার যোগ্য তারা পাক। এ ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামের লোকজনকে বুঝিয়ে শান্ত করেন।  যদিও এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় আবাস যোজনা প্রকল্পে যে নামের লিস্ট এসেছিল সেগুলি আমাদের এলাকা আসা দিদি এসে যে ঘরের ছবিগুলো তুলে নিয়ে যায় সেগুলি তাদের নিজের মত ভাবে বাদ দিয়ে দেয় তাতে ওই এলাকা প্রচুর গরিব মানুষ বাদ পড়ে গেছে যার জেরে আজ এই বিক্ষোভ কর্মসূচি।
{ads}

news South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :