header banner

হাওড়ার জগৎবল্লভপুরে পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তেজনা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: পঞ্চায়েত ভোটের আগে হাওড়ার জগৎবল্লভপুরে ফের উত্তেজনা। আইএসএফ-তৃণমূল সংঘর্ষের অভিযোগ। আইএসএফ এর অভিযোগ, তাদের দলের কর্মীদের হুমকি ও ভীতি প্রদর্শনের পাশাপাশি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ বাধে দু'পক্ষের মধ্যে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এদিকে, আইএসএফের সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি এটা ওদের নিজেদের গোষ্ঠীকোন্দল। রবিবার রাতে ওই রাজনৈতিক সংঘর্ষের জেরে জগৎবল্লভপুরের ইছানগরীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, কয়েকদিন আগেই জগৎবল্লভপুরের তালপুকুর এলাকাতেও ওই দুই দলের সংঘর্ষে চলেছিল গুলি বোমা। তারপর ফের এদিনের ঘটনা।
{link}
এরপরে জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এই বিষয়টি খুঁটিয়ে দেখবে পুলিশ। তবে এহেন সংঘর্ষে অতিরিক্ত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জগৎবল্লভপুর এলাকায়। তবে পঞ্চায়েত ভোটের আগে এই ধরণের পরিস্থিতি মটেই লাভবান নয় দুই রাজনৈতিক দলের কাছে।
{ads}

Howrah ISF TMC News Conflict সংবাদ

Last Updated :