header banner

Purba Bardhaman : আলু চাষে দেখা দিল মন্দা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক:পূর্ব বর্ধমান জেলা রায়না দুই ব্লকে গোতান অঞ্চলে গোতান মৌজায় শুরু হয়েছে আলু তোলা। তবে ফলন সেই রকম না হ‌ওয়াই আর দাম কম থাকায় চাষীদের মুখে হাসি নেই। যারা আলু কেনে সেই সকল ব্যবসাদারদের দেখা নেই জমিতে। মরসুমের শুরু থেকে মাঝেমাঝেই বৃষ্টিতে আলু চাষের বেশ খানিকটা ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকে গোতান অঞ্চলে অনেক কৃষককেই দু’বার আলু লাগাতে হয়েছে। বেড়েছে চাষের খরচ। কীটনাশক , সারের দাম ও আকাশছোঁয়া। তার ওপর নাবি ধসার প্রকোপ তো রয়েছে।  এ বছর বৃষ্টি, ধসা ও আবহাওয়ার খামখেয়ালিপনার জন্যে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আলুর মানও ভাল নয়।

{ads}

News West Bengal Purba Bardhaman Potato সংবাদ

Last Updated :