header banner

Shashi Panja : ভূপতিনগরে এনআইএর উপর কোনো হামলা চালানোর ঘটনা ঘটেনি--বললেন শশী পাঁজ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : হাওড়ার শরৎ সদনে দলীয় কর্মী সভাতে এসে রাজ্যের শিল্প মন্ত্রী শশী পাঁজ স্পষ্ট ভাষাতে দাবি করেন ভূপতিনগরে এনআইএর উপর কোনো হামলা চালানোর ঘটনা ঘটেনি । শুধু তাই নয় মন্ত্রীর পালটা দাবি এনআইএ রাতের অন্ধকারে গেছে, বাড়ির মহিলারা বুঝতে পারেননি তারা এনআইএ না চোর, এমনটাই বলেন মন্ত্রী শশী পাঁজা। আরও দাবি করে বলেন, ' মহিলারা নিজেরাই বলছেন আমরা চিৎকার, চেঁচামেচি করেছি কিন্তু আধিকারিকদের স্পর্শ করেননি। আর সংবাদমাধ্যমের খবরও বলছে অধিকারিকরা একটু আহত হয়েছেন, যেন জোর করে তাদের আহত করার খবর করা হয়েছে। এটাই সত্যি কোনো আধিকারিক ওইদিন আহত হয় নি।'পাশাপাশি মন্ত্রীর আরও দাবি রাত দুপুরে কেন, দিনের আলোতে কেন এলো না এনআইএ! এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে বাড়ির মহিলারা বুঝতে পারছে বলেই মন্ত্রীর দাবি।

{ads}

News Howrah West Bengal Sarat Sadan NIA Politics Politician Election Election 2024 Lok Sabha Election Bhupatinagar Shashi Panja TMC সংবাদ

Last Updated :